বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাওড়া খুন কাণ্ডে ধৃত পল্লবীর পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া ময়দান এলাকায় পরিবারের চার সদস্যকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত পল্লবী ঘোষের পলাতক স্বামী দেবরাজ ঘোষকে অবশেষে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার সকাল আটটা নাগাদ হাওড়ায় নিয়ে আসা হয় দেবরাজকে। এদিন তাকে হাওড়া আদালতে তোলা হলে ৩ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরেই হাওড়া থেকে চম্পট দেয় দেবরাজ। তার ফোন ট্র্যাক করতে পারছিল না পুলিস। কাজেই সূত্রের খবরের উপরেই নির্ভর করতে হচ্ছিল পুলিসকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিসের একটি টিম বৃহস্পতিবার বিকেলে বর্ধমানের কাটোয়া স্টেশনে হানা দেয়। সেখান থেকে গভীর রাতে গ্রেপ্তার করা হয় দেবরাজকে। উল্লেখ্য, গত ১০ আগস্ট রাতে কাটারি দিয়ে পল্লবী তার শাশুড়ি মাধবী ঘোষ, ভাসুর দেবাশিস, জা রেখা ও তাঁদের মেয়ে তিয়াসাকে কুপিয়ে খুন করে। ঘটনাস্থল থেকেই পল্লবীকে গ্রেপ্তার করে পুলিস। তদন্তে উঠে এসেছে, কখনও হুগলি, কখনও বর্ধমানের বিভিন্ন জায়গায় দেবরাজ লুকিয়ে ছিল। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, খুনের সময় ঘটনাস্থলেই ছিল দেবরাজ।

20th     August,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ