বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আটক তরুণের বান্ধবীও, তদন্তে এনসিবি
মলদ্বারে ‘পকেট’ করে লুকনো কোটি টাকার 
মাদক, বিমানবন্দরে গ্রেপ্তার ব্রাজিলীয় তরুণ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠিক যেন হলিউডি সিনেমা! শরীরের মধ্যে ‘পকেট’ বা কুঠুরি তৈরি করে পাচার হয়ে যাচ্ছে মাদক, সোনা, হীরে! পাশ্চাত্যের একাধিক ছবির চিত্রনাট্যে এ ধরনের ঘটনা দেখা যায়। এবার যা দেখা গেল একেবারে বাস্তবের জমিতে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। শহরে আসা এক ব্রাজিলীয় তরুণের মলদ্বারে কৃত্রিমভাবে তৈরি করা কুঠুরি থেকে মিলল কোটি টাকার নিষিদ্ধ মাদক। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হয় ওই তরুণ। বিমানবন্দর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে এক্স-রে করানোর পর মাদকের হদিশ মেলে। তারপর বিশেষ পদ্ধতিতে সেই মাদক বাজেয়াপ্ত করে এনসিবি। ধৃতের সঙ্গে ছিলেন তার বান্ধবীও। তাঁকেও আটক করা হয়েছে। 
ঘটনার সূত্রপাত ১২ আগস্ট, শুক্রবার। ওই দিন দুবাই থেকে আসা একটি বিমানে শহরে নামেন ব্রাজিলীয় যুগল। এনসিবি কর্তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, তাঁদের কাছে নিষিদ্ধ মাদক রয়েছে। বিমানবন্দর থেকে বেরবার সময় তল্লাশির মুখোমুখি হতে হয় তাঁদের। তবে সেই পর্যায়ে কিছুই পাওয়া যায়নি তাঁদের কাছ থেকে। কিন্তু সন্দেহজনক কিছু লক্ষ্য করে দু’জনকেই আটক করে এনসিবি। শনি ও রবিবার ধৃতদের নজরে রাখেন তদন্তকারীরা। এনসিবি সূত্রে খবর, তাঁদের কিছু আচরণ লক্ষ্য করার পর তরুণের মলদ্বারে মাদক লুকনো থাকতে পারে বলে সন্দেহ হয়। সোমবার বিমানবন্দর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ব্রাজিলীয় তরুণকে ভর্তি করানো হয়। সেখানে ডিজিটাল এক্স-রে করানো হলে দেখা যায়, মলদ্বারে একটি কুঠুরি তৈরি করা রয়েছে। সেখানেই লুকনো রয়েছে প্রায় কোটি টাকার কোকেন। তাঁকে নির্দিষ্ট কিছু ওষুধ খাইয়ে মলত্যাগ করিয়ে ওই কোকেন উদ্ধার করা হয়। ধৃতের সুস্থতার জন্য পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
বিপুল টাকার এই মাদক শহরে আনার পর কী পরিকল্পনা ছিল ধৃতের? এনসিবি সূত্রে জানা গিয়েছে, ব্রাজিল থেকে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দুবাই গিয়েছিল অভিযুক্ত। সেখান থেকে বিমানে কলকাতায় আসে সে। দেশে-বিদেশে একাধিক মাদক পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে এই তরুণের। এই শহরে কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, সেই সন্ধান শুরু করেছে এনসিবি। পাশাপাশি, আটক তরুণীর কাছ থেকেও মাদক পাওয়া যেতে পারে বলে মনে করছে তারা। তাই তাঁকেও জিজ্ঞাসাবাদ ও নজরদারির মধ্যে রাখা হয়েছে। 

20th     August,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ