বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

জমি বিক্রি করে তৈরি করেছিলেন
ফান্ড, বিপ্লবী হরেকৃষ্ণর জীবনী প্রকাশ

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্বদেশি আন্দোলন তখন তুঙ্গে। দিকে দিকে দানা বাঁধছে সশস্ত্র আন্দোলন। দিনে দিনে প্রয়োজন বাড়ছে অস্ত্রের। বাগনানে বিপ্লবীদের একটি দল অস্ত্র সংগ্রহের কাজে নেমেছে। কমলপুরের ডিহিণ্ডলঘাটে ইংরেজ ঘনিষ্ঠ এক জমিদারের বাড়িতে প্রচুর অস্ত্র আছে খোঁজ পেয়ে সেখানে ডাকাতি করল তারা। দলটির নেতৃত্ব দিয়েছিলেন হরেকৃষ্ণ দাস নাম নামে স্থানীয় এক যুবক। শোনা যায়, ডাকাতি করার আগে এক সপ্তাহ ভিক্ষুক বাউল সেজে খবর সংগ্রহ করেছিলেন হরেকৃষ্ণ। বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার পর নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে ফান্ড তৈরি করেছিলেন। হরেকৃষ্ণ দাস স্বপ্ন দেখেছিলেন ছিনিয়ে আনবেন স্বাধীনতা। সে স্বাধীন দিন তিনি দেখে যেতে পেরেছিলেন। বাগনানের হিজলক গ্রামের শীতলাতলায় তাঁর উত্তরসূরিরা এবছর স্বাধীনতা দিবসের দিন এই বিপ্লবীর জীবনী প্রকাশ করতে চলেছেন।হরেকৃষ্ণ  দাসের নাতি সুরজিৎ দাস জানান, স্বদেশী আন্দোলন করার সময় অস্ত্রের প্রয়োজনে কমলপুরের জমিদার বাড়িতে ডাকাতি করেছিলেন ঠাকুরদা। এছাড়াও আন্দোলন চলাকালীন বিপ্লবী বাঘাযতীন বাগনানে আত্মগোপন করেছিলেন। তখন তাঁকে পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন তিনি। হিজলকের বাড়ি থেকে খাবার পৌঁছে দিতেন। বাঘাযতীন শহীদ হওয়ার পর কিছুদিন শিহালদহ গ্রামে আত্মগোপন করে ছিলেন ঠাকুরদা। পরে হিজলকের বাড়ি থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয় এবং  ছ’মাস তৎকালীন উড়িষ্যার একটি জেলে বন্দী করে রাখা হয়। নেতাজী সুভাষচন্দ্র বসু বাগনানে মিটিং করার সময়ও ঠাকুরদা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সুরজিৎ দাস জানান, দেশ স্বাধীন হওয়ার পর কেন্দ্রীয় সরকার বিপ্লবীদের সাম্মানিক ভাতা দিলেও ঠাকুরদা সেটা নিতে অস্বীকার করেন। তাঁর বক্তব্য ছিল, আমি টাকার জন্য দেশকে ভালোবাসিনি। মাতৃভূমিকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলাম। পরবর্তী সময়ে পাতিনান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব সামলান হরেকৃষ্ণ। ১৯৭২ সালে তাঁর মৃত্যু হয়। সুরজিৎ দাস জানান, ঠাকুরদা স্বাধীনতা  দিবসের দিন বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতেন। তার মৃত্যুর পরে আমরাও বছরের এই বিশেষ দিনে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করি। ঠাকুরদার জীবনী প্রকাশ করব। 

15th     August,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ