বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হুগলির বিপ্লবীদের অদেখা বহু ছবি, অজানা 
কাহিনি নিয়ে প্রদর্শনী জেলার স্কুল, কলেজে

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তারকেশ্বর থেকে গোয়াতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন বিপ্লবী ভোলানাথ চট্টোপাধ্যায়। পুনের জেলে যখন ব্রিটিশ তাঁকে ফাঁসি দেয়, তখন তাঁর বয়স ছিল আঠারো। স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে ব্রিটিশ বাহিনীর মধ্যে থেকেও অস্ত্র সংগ্রহের কাজে লিপ্ত হয়েছিলেন সুনীল মুখোপাধ্যায়। বলাগড়ের খামারগাছির ছেলে তখন ইংরেজ নৌসেনার সদস্য। সুনীলবাবুকে ইংরেজ শাসক গোপনে হত্যা করে। হুগলির এমন অনেক স্বাধীনতা সংগ্রামী জেলার মানুষের কাছে অচেনা। তাঁদের ছবিটুকু পর্যন্ত সংগ্রহে নেই। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলার বীর বিপ্লবীদের সেই অজানা কথা, অদেখা ছবির প্রদর্শনী শুরু করেছে জিরাট কলোনি স্কুল। জিরাট পঞ্চায়েত তার অন্যতম উদ্যোক্তা।
ভারতবাসীর ব্রিটিশ তাড়াও আন্দোলনে কিন্তু হুগলির ইতিহাসও কম উজ্জ্বল নয়। একজন রাসবিহারী বসু, কানাইলাল দত্ত শুধু নয়, হুগলির বহু সন্তান আত্মাহুতি দিয়েছেন স্বাধীনতার জন্য। সেই বিস্মৃত অধ্যায়কেই তুলে আনার উদ্যোগ নিয়েছে স্কুলটি। সৌজন্যে সেখানকার পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। বহু বছর ধরে হুগলির বিভিন্ন স্থান ঘুরে জেলার বিপ্লবীদের তালিকা বানিয়েছেন। সংগ্রহ করেছেন দুষ্পাপ্র্য ছবি। উদ্দেশ্য একটাই, জেলার ভাবী প্রজন্ম জানুক সামগ্রিক ঐতিহ্যের কথা। সেই ইতিহাসই ১৭ আগস্ট পর্যন্ত ধরা থাকবে জিরাট কলোনি স্কুলে। রবিবার ওই বিশেষ প্রদর্শনী ঘিরে আপ্লুত ছিলেন শিক্ষক, অধ্যাপক থেকে ছাত্রছাত্রীরাও। পার্থবাবু বলেন, মাটিই মানুষ গড়ে। হুগলির মাটি যে পরিচিত বিপ্লবীবৃন্দ ছাড়াও অনেক অগ্নিপুত্রকে জন্ম দিয়েছে, সেটিই ধরতে চেয়েছিলাম। স্থানীয় পঞ্চায়েত, ‌ইটাচুনা বিজয় নারায়ণ কলেজ, বিজয়কৃষ্ণ কলেজও সেই উদ্যোগকে জনসমক্ষে আনার কাজ করেছে। তাদের সকলের কাছে ভাবীপ্রজন্ম কৃতজ্ঞ থাকবে। জিরাট পঞ্চায়েতের প্রধান সুচন্দ্রা রায় বলেন, ওই মহৎ উদ্যোগের শরিক হয়ে আমরাই গর্বিত হয়েছি। স্বাধীনতা সংগ্রামীদের ওই প্রদর্শনীতে রাখা হয়েছে ১৪৪ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি ও তাঁদের কর্মকাণ্ড। রাখা হয়েছে এযাবৎ অপ্রকাশিত, অদেখা ছবি। আর আছে জেলার প্রায় ১৫০০ স্বাধীনতা সংগ্রামীর নামের খতিয়ান, ব্লক ধরে ধরে। প্রদর্শনীর মধ্য দিয়ে আসলে অগ্নিযুগের এক বহমান নিরবচ্ছিন্ন স্রোতধারাকেই ফ্রেমবন্দি করা হয়েছে।   জিরাট কলোনি স্কুলে প্রদর্শনী।-নিজস্ব চিত্র

15th     August,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ