বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

অরণ্য ভবন অভিযানের ডাক
সল্টলেকের বনবিতানে প্রবেশমূল্য
প্রত্যাহারের দাবিতে অনড় প্রাতঃভ্রমণকারীরা

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এতদিন টিকিট না কেটেই প্রাতঃভ্রমণ করা যেত সল্টলেকের বনবিতানে। কিন্তু, ১ আগস্ট থেকে বনবিতানে প্রাতঃভ্রমণকারীদের জন্যও প্রবেশমূল্য চালু করা হয়েছে। তারই প্রতিবাদে ১ আগস্ট থেকেই অবস্থান বিক্ষোভ করছেন একদল প্রাতঃভ্রমণকারী। যাঁদের বেশিরভাগই প্রবীণ নাগরিক। রবিবারও গেটের সামনে তাঁরা অবস্থান বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, ওই প্রবেশমূল্য প্রত্যাহার করতে হবে। যতজন না পর্যন্ত তা প্রত্যাহার করা হচ্ছে, ততদিন তাঁরা আন্দোলনও চালিয়ে যাবেন। আগামী ১৬ আগস্ট তাঁরা অরণ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছেন।
সল্টলেকের সেন্ট্রাল পার্কের ভিতরে রয়েছে এই বনবিতান ‘বায়ো-ডায়ভার্সিটি’ পার্ক। ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এখানে প্রচুর মানুষ প্রাতঃভ্রমণ করতে আসেন। প্রাতঃভ্রমণের জন্য এখানে কোনও প্রবেশমূল্য নেওয়া হতো না। তবে, সকাল ১০টার পর যাঁরা বেড়াতে আসতেন, তাঁদের জন্য প্রবেশমূল্য চালু ছিল। ১ আগস্ট থেকে সবার জন্যই প্রবেশমূল্য চালু করেছে বনদপ্তর। প্রাতঃভ্রমণকারীদের জন্য প্রবেশমূল্য ১০টাকা (একবার) এবং সকাল ১০টা পর যাঁরা বেড়াতে আসবেন, তাঁদের জন্য ৫০ টাকা (একবার)।
প্রাতঃভ্রমণকারীদের প্রবেশমূল্য চালু করার জন্য গত ৬ জুলাই বনদপ্তর একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। বর্তমানে বনদপ্তরের পক্ষ থেকে এই পার্কের দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলাপমেন্ট কর্পোরেশনকে। ওই বিজ্ঞপ্তির পর প্রাতঃভ্রমণকারীরা বনমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন। মুখ্যমন্ত্রীকেও চিঠিও দিয়েছেন। ১ আগস্ট থেকে বিক্ষোভকারী প্রাতঃভ্রমণকারী ভোর ৫টার সময় বনবিতানে আসছেন। কিন্তু, ভিতরে ঢুকছেন না। সকাল ৯টা পর্যন্ত তাঁরা গেটের বাইরে বসেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বনবিতানের প্রাকৃতিক পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্যই প্রাতঃভ্রমণকারীদের জন্য এই প্রবেশমূল্য চালু হয়েছে। অনেক প্রাতঃভ্রমণকারী টিকিট কেটেই ঢুকছেন। কিছু মানুষ বিক্ষোভ করছেন। কিন্তু, প্রবেশমূল্য প্রত্যাহারের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, আগামী ১৬ আগস্ট মঙ্গলবার তাঁরা সকলে মিলে সল্টলেকের অরণ্য ভবনে যাবেন। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সামনে জড়ো হয়ে তাঁরা মিছিল করে যাবেন। সেখানে প্রবেশমূল্য প্রত্যাহারের দাবি জানাবেন।

16th     August,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ