বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

ডানকুনিতে যানযট চলছেই, দুর্ভোগ মন্ত্রীরও

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৃহস্পতিবারও যানযটের কবলেই ফেঁসে রইল ডানকুনি। এদিন একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে যানযটের কবলে পড়েন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। ঘনিষ্ঠমহলে এনিয়ে বিরক্তি প্রকাশ করলেও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মন্ত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবারের মতোই হুগলি থেকে সড়কপথে হাওড়া বা কলকাতা যেতে গিয়ে কালঘাম ছুটেছে যাত্রীদের। একইভাবে কলকাতা থেকে হুগলিতে ঢুকতেও নাকাল হতে হয়েছে। সিঙ্গুরের নসিবপুর, উত্তরপাড়া, দিল্লি রোড, চণ্ডীতলা পর্যন্ত যানযট বিস্তৃত হয়ে আছে। গত দু’দিন ধরে একটানা এই সমস্যা চললেও প্রশাসনিক পদক্ষেপ তেমন একটা চোখে পড়েনি। ফলে গোটা বিষয়টি নিয়ে বিস্তর ক্ষোভ তৈরি হয়েছে জনমানসে। অভিযোগ উঠেছে, জাতীয় সড়ক সম্প্রসারণে ঢিলেমি, যানজট কাটানোর বিষয়ে ডানকুনি পুরসভার উদাসীনতার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার ত্রুটির কারণে নিত্যদিন ডানকুনিতে যানযট তৈরি হচ্ছে। যার জেরে আন্তঃজেলা যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

12th     August,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ