বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সংবাদপত্রের দিকে তাকাচ্ছেন না,
বই পড়েই সময় কাটাতে চান পার্থ
অর্পিতার আব্দার চিকেন স্যুপ!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলে বসে সময় কাটছে না। সংবাদপত্রে আগ্রহ নেই, তাই সময় কাটাতে এবার বইকেই আঁকড়ে ধরতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি ম্যানেজমেন্ট ও ইন্ডিয়ান পলিটিক্স সংক্রান্ত বই পড়ার ইচ্ছার কথা জানিয়েছেন জেল কর্তৃপক্ষকে। কিন্তু সংশোধনাগারের লাইব্রেরিতে যে সেই ধরনের বই নেই, তা তাঁকে জানিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। অতঃপর তাঁর সঙ্গে দেখা করতে আসা একজনকে ওই বই এনে দেওয়ার আব্দার করেছেন প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থবাবু। জেলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, রবিবার সকালে পার্থবাবুর সেলে দু’টি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে খবরের কাগজের দিকে তাকাচ্ছেন না তিনি। যে কাগজেরই পাতা ওল্টানো হোক না কেন, তার প্রথম পাতায় তাঁকে জড়িয়ে কেলেঙ্কারি ও কেচ্ছার খবর। এসব পছন্দ নয় পার্থবাবুর। তাই কাগজ না পড়েই সেগুলি ফিরিয়ে দিয়েছেন তিনি। বরং পাতা উল্টেছেন একটি ইংরেজি ম্যাগাজিনের। তারপর দু’টি বিস্কুট ও লিকার চা খেয়ে সেলের মধ্যেই বেশ কিছুক্ষণ পায়চারি করেন তিনি। সকালে জলখাবার বলতে পেয়েছেন রুটি ও আলু ভাজা। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, সব্জি ও রুই মাছের ঝোল। 
তিনি জেল কর্তৃপক্ষের কাছে ফল খাওয়ার আব্দার করেছিলেন। তা অবশ্য ধোপে টেকেনি। বিকেলে কারারক্ষীরা টহল দেওয়ার সময় দেখেন, পার্থবাবু সেলে বসে 
চোখ বুজে বিড় বিড় করে চলেছেন। জিজ্ঞাসা করতে বলেন, ‘ঠিক আছি, মায়ের কথা স্মরণ করছিলাম।’ 
জেলের কর্মীরাই বিকেলে চা- বিস্কুট  পৌঁছে দিয়েছেন।
এদিকে, মন ভালো নেই অর্পিতার। আলিপুর মহিলা সংশোধনাগারের সেলে বসে মাঝেমধ্যেই ডুকরে কেঁদে উঠছেন তিনি, জানিয়েছেন সংশোধনাগারের এক কর্মী। এদিন জেল কর্তৃপক্ষের কাছে অর্পিতা জানতে চান, তাঁর মা কেমন আছেন? কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছে, খোঁজখবর নিয়ে তাঁকে জানিয়ে দেওয়া হবে। এদিন তাঁকে জলখাবারে দেওয়া হয়েছিল ঘুগনি-মুড়ি। জেলের এক কর্মীর কাছে তাঁর আব্দার, দুপুরে চিকেন স্যুপ পেলে ভালো হয়। তবে সেসব যে এখান জুটবে না, তা তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ওই কারা কর্মী বলেছেন, সবার জন্য যে ব্যবস্থা, আপনার জন্যও তাই। বাড়তি কিছু পাবেন না। এরপর আর কথা বাড়াননি অর্পিতা। এদিন দুপুরে তাঁকে ভাত, মুসুর ডাল, পাঁচমেশালি তরকারি ও ডিমের ঝোল দেওয়া হয়েছিল। 
জানা গিয়েছে, তিনি খুব অল্পই খেয়েছেন। এক জেল কর্মীর কথায়, অন্য বন্দিরা সেলের বাইরে ঘোরাঘুরি করলেও অর্পিতা মুখোপাধ্যায় এদিন একবার সেল থেকে বেরিয়ে ফের 
ফিরে আসেন খাঁচায়। তবে বই বা সংবাদপত্র পড়ার যে আগ্ৰহ তাঁর নেই, তা জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি। - ফাইল চিত্র

8th     August,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ