বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বিধানসভায় শ্যামাপ্রসাদের জন্মদিবসের 
অনুষ্ঠানে নেই বিজেপি, ক্ষোভ অধ্যক্ষের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালনেও শাসক-বিরোধী তিক্ততার আবহ বজায় থাকল বিধানসভায়। বুধবার বিধানসভায় হাজির থাকলেও এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান বয়কট করল বিজেপি পরিষদীয় দল। বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা সরকারি অনুষ্ঠান শেষে পৃথকভাবে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরে বলেন, যে শ্যামাপ্রসাদকে নিয়ে বিজেপি এত হইচই করে, তাঁর জন্মদিনের অনুষ্ঠানেও বিরোধীপক্ষ হাজির থাকল না। এটা চরম অসৌজন্য। এর আগেও বিভিন্ন সময়ে অন্যান্য দলের বিরোধীপক্ষ দেখেছি। এমন অসৌজন্যের নজির চোখে পড়েনি। বিজেপির ক্ষেত্রে এই ব্যতিক্রম দেখছি। বিজেপি পরিষদীয় দলের নেতৃত্ব অবশ্য বলেছে, সরকারপক্ষ বা অধ্যক্ষের কোনও আয়োজনে তাঁরা যে শামিল হবেন না, সেটা তাঁদের ঘোষিত অবস্থান। বিধানসভা চালানোর ক্ষেত্রে প্রতি পদে বিরোধীপক্ষের অধিকার খর্ব করার পর এই সৌজন্য ওঁরা আশা করেন কীভাবে? প্রসঙ্গত, এদিন নবান্নেও শ্যামাপ্রসাদের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের তরফে শ্রদ্ধা জানান সমবায়মন্ত্রী অরূপ রায়। বিজেপি শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান, মিছিল, আলোচনাচক্রের মাধ্যমে দিনটি উদযাপন করে। 

7th     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ