বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

শহর থেকে শহরতলিতে পুরসভার অভিযান
নিউ মার্কেটে বাজেয়াপ্ত প্লাস্টিক,
বারাসতে ১৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হয়েছে। চলছে সচেতনতা প্রচারও। কিন্তু বহু ক্ষেত্রেই নিয়ম মানতে মানুষের অনীহা দেখা যাচ্ছে। বিভিন্ন বাজার, দোকানপাটে ক্রেতা-বিক্রেতারা এই নিয়ম কতটা মানছে বা আদৌ মানছে কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন পুরসভা অভিযান শুরু করেছে। বুধবার কলকাতা পুরসভা নিউ মার্কেটে অভিযান চালায়। উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভাও এদিন তাদের এলাকার একাধিক বাজারে প্লাস্টিকবিরোধী কর্মসূচি নেয়। এই অভিযানে প্রচুর নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করার পাশাপাশি ব্যবহারকারীদের জরিমানাও করা হয়েছে কিছু ক্ষেত্রে।  
নিউ মার্কেটে এদিন প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে সবুজ রঙের কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয় ব্যবসায়ীদের হাতে। সকাল সাড়ে ১১টা নাগাদ পুরসভার মেয়র পারিষদ (বস্তি ও পরিবেশ) স্বপন সমাদ্দার, ৬ নম্বর বরোর চেয়ারপার্সন সানা আহমেদ, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কা সাহা সহ পুর আধিকারিকরা নিউ মার্কেটে যান। স্বপনবাবু বলেন, শুধু সচেতনতা অভিযান বা জরিমানা করলেই হবে না। দীর্ঘদিনের অভ্যাস এত সহজে বদলানো যাবে না। কড়া সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তার আগে বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে হবে। শহরের সব বাজারে এই অভিযান নিয়মিত চলবে। 
অন্যদিকে, এদিন বারাসতের বিভিন্ন বাজারে হানা দিয়ে বেশ কিছু দোকান থেকে নিষিদ্ধ ক্যারিব্যাগ, প্লাস্টিকের গ্লাস বাজেয়াপ্ত করা হয়। ১৪ জন ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। পুরসভার বক্তব্য, লাগাতার প্রচারের পরও অনেকে কানে কোনও কথা তুলছে না। তাই আমাদের কড়া হতেই হবে। বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় ও ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্তের নেতৃত্বে এগজিকিউটিভ অফিসার, পুরসভার কর্মী ও কয়েক জন কাউন্সিলার হরিতলা বাজার এবং বড়বাজারে হানা দেন। সেখানে পাঁচ জন ক্রেতাকে ৫০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আটজন বিক্রেতাকে ৫০০  টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, হেলাবটতলা বাজার, নবপল্লির ছোটবাজার ও হৃদয়পুর বাজারে অভিযান চালিয়ে একজন বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অশনিবাবু বলেন, মানুষ অনেক সচেতন হয়েছে। তবে কিছু দোকানে আগে থেকে মজুত রাখা প্লাস্টিক ক্যারিব্যাগ রয়েছে। সেগুলোই লুকিয়েচুরিয়ে দেওয়া হচ্ছিল। আগামীদিনেও এই অভিযান চলবে। 

7th     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ