বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মিড ডে মিলে পোকা, ক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মিড ডে মিলে  রান্নার মান খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পাশাপাশি ব্লক আধিকারিকরাও বিভিন্ন স্কুলে যাচ্ছেন। স্কুল পড়ুয়াদের সঙ্গে বসে তাঁরা খাবারও খাচ্ছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার মিড ডে মিলের খাবারে পোকা ও কেন্নো পড়ার অভিযোগকে কেন্দ্র করে হাবড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের রাজীবপুর সমুদ্রপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্না হয়েছিল। শিশুদের সেই খাবার পরিবেশনও করা হয়েছিল। কিন্তু খাবারের মধ্যে কেন্নো ও পোকা দেখা যায় বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে তারপোলিন ঝুলিয়ে অপরিষ্কারভাবে মিড ডে মিল রান্না করা হয়। কোনওভাবে সেখান থেকে পোকা পড়তে পারে। ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন দাস বলেন, আমি বিষয়টি জানার পরেই আইসিডিএস আধিকারিককে জানিয়েছি।

6th     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ