বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

এয়ারপোর্ট থেকে হাওড়া 
চালু ওয়ান স্টপ বাস পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বাস যাবে হাওড়ায়। মাঝে মাত্র তিন মিনিটের জন্য থামবে ধর্মতলায়। আর কোনও স্টপে বাস দাঁড়াবে না। মঙ্গলবার থেকে ‘ওয়ান স্টপ ই-বাস’ যাত্রা শুরু করল। উদ্বোধনে কলকাতা বিমানবন্দর চত্বরে হাজির ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। ‘গ্যালপিং ট্রেন’ রয়েছে, যা সব স্টেশনে থামে না। একইরকমভাবে এবার ‘গ্যালপিং বাস’ পরিষেবা চালু হল। ফলে কম সময়ে বিমানবন্দর থেকে হাওড়া পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। মন্ত্রী বলেছেন, এই বাস পরিষেবা বিগত ৩০ বছর ধরে বন্ধ ছিল। ছোটবেলায় দেখতাম গ্র্যান্ড হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস ছিল। তাই আমি রাজ্যের পরিবহণ নিগমকে অনুরোধ করি এই বাস পরিষেবা চালু করতে। পুনরায় সেই বাস রুট চালু করা হল। জানা গিয়েছে, এয়ারপোর্ট থেকে হাওড়াগামী ‘ওয়ান স্টপ ই-বাস’-এর ভাড়া জনপ্রতি ১০০ টাকা। কলকাতা ও হাওড়া থেকে বাস ছাড়ার পর সরাসরি আসবে ধর্মতলায়। সেখানে যাত্রী ওঠা বা নামার থাকলে বাস মিনিট তিনেকের জন্য দাঁড়াবে। তারপর সরাসরি গন্তব্যস্থলে। কলকাতা বিমানবন্দরে যে সমস্ত যাত্রী আসেন, তাঁদের এই বাস পরিষেবা বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তাকে মন্ত্রী অনুরোধ করেছেন, যাত্রী স্বার্থে এয়ারপোর্টের ডিসপ্লে বোর্ডে এই বাস সম্পর্কিত তথ্য উল্লেখ করতে। 

6th     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ