বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

যৌন হেনস্তার মামলা থেকে মুক্ত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রমাণের অভাবে যৌন হেনস্তার মামলা থেকে এক স্কুল শিক্ষককে বেকসুর খালাস দিল আদালত। মঙ্গলবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক মানসরঞ্জন সান্যাল ওই আদেশ দিয়েছেন। আদালতের মন্তব্য, সরকারপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই সমস্ত কিছু খতিয়ে দেখে অভিযুক্তকে মামলা থেকে রেহাই দেওয়া হল। মুক্তিপ্রাপ্ত ওই শিক্ষকের আইনজীবী আলপনা বসু এদিন বলেন, আমার মক্কেলকে যে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, আদালতের রায়েই তা প্রমাণিত হয়ে গেল। আদালত থেকে ন্যায়বিচার পাওয়ায় ভালো লাগছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে সরশুনার এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ওই পকসো মামলা দায়ের করা হয়েছিল। পঞ্চম শ্রেণির এক ছাত্রীর পরিবারের তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিস স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে। ছাত্রীটি আলিপুরের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্টেটের (জেএম) কাছে গোপন জবানবন্দি দেয়। তদন্ত শেষ করে পুলিস আলিপুরের বিশেষ পকসো আদালতে চার্জশিট পেশ করে। এই মামলায় ছাত্রীটি ছাড়াও সংশ্লিষ্ট স্কুলের কয়েকজন ছাত্রী আদালতে সাক্ষ্য দেয়। দীর্ঘ শুনানির শেষে জামিনে থাকা স্কুল শিক্ষককে আদালত বেকসুর খালাস দেয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ছাত্রীটির গোপন জবানবন্দি এবং বিভিন্ন সাক্ষীদের বক্তব্যে নানা অসঙ্গতির কারণেই অভিযুক্তকে এদিন আদালত বেকসুর খালাস দেয়।

6th     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ