বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মহেশতলায় শুরু হল সবুজ
আতসবাজি তৈরির প্রশিক্ষণ

সংবাদদাতা, বজবজ: কী কী রাসায়নিক উপাদান ব্যবহার করে পরিবেশবান্ধব সবুজ বাজি তৈরি করা যায়, তার হাতেকলমে প্রশিক্ষণের সূচনা হল সোমবার মহেশতলার রামেশ্বরপুরে। উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের (নিরি) চিফ সায়েন্টিস্ট  সাধনা রাইলু। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। সাধনাদেবী এদিন সবুজ আতসবাজি তৈরির জন্য রাসায়নিক উপদানগুলি চিনিয়ে দেন। কীভাবে তা ব্যবহার করতে হবে, তাও হাতেকলমে দেখান। পাশাপাশি আরও দুটি উপাদান, যা অনেকে জানেন না, তাও চিনিয়ে দেন তিনি। বলেন, এইগুলি দিয়ে সবুজ আতসবাজি তৈরি হলে দূষণের মাত্রা খুব কম হবে।
এদিন বেশ কয়েকজন বিজ্ঞানীও এই শিবিরে প্রশিক্ষণ দেন। এই উপলক্ষে প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির সভাপতি সুখদেব নস্কর বলেন, প্রশিক্ষণ শিবিরটি আজ, মঙ্গলবার শেষ হবে। দু’দিন ধরে এই কর্মশালায় গোটা রাজ্য থেকে ৪০ জন আতসবাজি তৈরির উৎপাদক অংশ নিয়েছেন। এঁরা সকলেই নিরি থেকে এজন্য লাইসেন্স নিয়েছেন। সুখদেববাবু বলেন, সবুজ আতসবাজি তৈরির লাইসেন্স পাওয়ার জন্য এখনও আরও তিনশো জন আগ্রহী। এটা নিয়ে রাজ্য পরিবেশ দপ্তর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে দরবার করেছি। সেখান থেকে অনুমোদন মিললে অনেকের রুটিরুজির জায়গা তৈরি হবে। পাশাপাশি পরিবেশবান্ধব সবুজ আতসবাজি তৈরি যত বাড়বে, তত শব্দবাজির ব্যবহারও কমে যাবে।  

5th     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ