বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মায়ের সঙ্গে কথা কাটাকাটি, সকালে ঘর
থেকে মিলল মেয়ের ঝুলন্ত দেহ

কলকাতা, ১ জুলাই: পড়াশুনার চাপে গত কয়েকদিন ঠিকমতো খাওয়া-দাওয়া করেনি মেয়ে। তাই বকাবকি করে মা। কিন্তু তার চরম পরিণতি আত্মহত্যা হবে এটা ভাবেননি মা। ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীর মায়াদাসী রোডে। বছর ২১-এর সুদেষ্ণা ভৌমিক। আলিপুর কলেজের জুলজি অনার্সের ছাত্রী। গতকাল, বৃহস্পতিবার রতে ডিনার না করায় মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখনই রাগের মাথায় নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে দেয় সুদেষ্ণা। স্বাভাবিকভাবেই মা ও সুদেষ্ণার ভাই রাজশ্রী শুয়ে পড়ে অন্য ঘরে। সকাল হতেই মেয়ের ঘর থেকে সাড়া শব্দ না পেয়ে মা দরজা ধাক্কা দেয় ডাকতে থাকে। কিন্তু কোনও সাড়া না পাওয়ায় দরজা ভাঙতেই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় মা। পুলিস সূত্রে জানা গিয়েছে, সুদেষ্ণা সিলিং ফ্যানের সঙ্গে শাড়িকে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সেই অবস্থায় সুদেষ্ণাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকেরা মৃত বলে ঘোষণা করেন। গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান। যদিও পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, গত বছরে সুদেষ্ণার বাবা করোনায় মারা যান।

1st     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ