বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভারত-ফ্রান্স সাংস্কৃতিক মেলবন্ধন উলুবেড়িয়ায়
রথে জিলিপি আর পাঁপড়ের সঙ্গে
এবার ফরাসি চকোলেট, র‌্যাটাটুই

সংবাদদাতা, উলুবেড়িয়া: রথযাত্রা উৎসবের দিন রথ টানার সঙ্গে উপরি পাওনা ঩হিসেবে থাকে জিলিপি এবং পাঁপড় ভাজা। এবারে তার সঙ্গে থাকছে চকলেট, স্যান্ড রোজ, পাস্তা, র‌্যাটাটুই। শুনতে কিছুটা অবাক লাগলেও রথের দিন ভারত ও ফ্রান্সের সাংস্কৃতিক মেলবন্ধন উপলক্ষে এই ধরনের খাবারের আয়োজন থাকছে উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টারে। শুধু রথ টানা এবং খাওয়া-দাওয়া নয়, ওইদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সঙ্গ দেবেন কয়েকজন ফরাসি নাগরিক। তাঁরাও নিজেদের দেশের ফানি ফ্রেঞ্চ ডান্স এবং ব্রেটন ডান্স পরিবেশন করবেন। এই ইন্দো-ফ্রেঞ্চ কালচারাল এক্সচেঞ্জ অনুষ্ঠানে ফান্সের ডেপুটি কনসাল জেনারেল ছাড়াও রাজ্যের একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন।
পশ্চিম ফ্রান্সের বাসিন্দা সামান্থা, প্যারিসের বাসিন্দা মানো বেসার্ড, মায়েলরা বিভিন্ন প্রকল্পের কাজে উলুবেড়িয়ায় এসেছেন। প্রকল্পগুলির মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদান থেকে নানা ধরনের কাজ রয়েছে। এজন্য কেউ এসেছেন এক বছর আগে, কেউ আবার একমাস আগে। এখানে এসে বাংলার সংস্কৃতি নিয়ে তাঁদের মধ্যে আগ্রহ বেড়েছে। তাঁরা এবার চাইছেন দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে। রথের দিন এই উৎসবের আগে শিশুদের নিয়ে নাচ প্র্যাকটিসও করছেন এই ফরাসি তরুণীরা। অতিথিদের নিমন্ত্রণের করার কাজটিও নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তাঁরা। কথা প্রসঙ্গে সামান্তা জানান, এক বছর বাংলায় রয়েছি। এই সময়ে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিতি হয়েছে। নিজের চোখে সরস্বতী, দুর্গা, কালী পুজোয় মানুষের উন্মাদনা দেখেছি। তা দেখে আল্পুত হয়ে এবার রথযাত্রার দিন দু’দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছি। মানো বেসার্ড জানান, একমাস আগে এখানে এলেও পাঁচ বছর আগে বাবা-মায়ের সঙ্গে ভারতে এসেছিলাম। তখন  থেকেই ভারতীয় সংস্কৃতির প্রতি আগ্রহ জন্মেছিল। রথের দিন দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন অনুষ্ঠানে থাকতে পারব, এটা ভেবেই ভালো লাগছে। এই কর্মসূচি সম্পর্কে আসা ভবন সেন্টারের কর্ণধার জন মেরি বারুই জানান, ফরাসি তরুণীদের এই উদ্যোগ দুই দেশের বাঁধন আরও দৃ‌ঢ় করবে।
শিশুদের নিয়ে চলছে মহড়া। -নিজস্ব চিত্র

1st     July,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ