বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দুর্গম ইন্দ্রাসন শৃঙ্গ জয়
হুগলির দেবাশিসের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পিয়ালি বসাকের পর দেবাশিস মজুমদার। পর্বতারোহণে সাফল্যের খতিয়ানে আরও একবার হুগলি জেলার নাম উজ্জ্বল হল। নেপথ্যে চুঁচুড়ার পীরতলার বাসিন্দা দেবাশিস। পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি জয় করলেন পৃথিবীর অন্যতম দুর্গম শৃঙ্গ। পর্বতারোহীদের পরিভাষায় যে শৃঙ্গকে বলা হয় ‘হাইলি টেকনিক্যাল পিক’। 
বিশ্বে সবচেয়ে দুর্গম পাঁচটি শৃঙ্গের মধ্যে অন্যতম ইন্দ্রাসন। হিমাচল প্রদেশে অবস্থিত এই শৃঙ্গের উচ্চতা ৬,২২১ মিটার। সোনারপুর আরোহী ক্লাবের সদস্য বছর ৩৪-এর দেবাশিস এই শৃঙ্গই জয় করেছেন। গত ২৮ মে ওই ক্লাবের ১১ সদস্য ইন্দ্রাসন অভিযানে রওনা দেন। ৩০ তারিখ মানালি পৌঁছে শুরু হয় মূল আরোহণ পর্ব। চিকা হয়ে সেরির বেসক্যাম্পে পৌঁছন তাঁরা। কিন্তু আবহাওয়া প্রতিকূল হওয়ায় সেখানেই আটকে পড়েন পাঁচ দিন।  ওই অবস্থায় চার সদস্য অভিযান বাতিল করলেও সাতজন এগতে থাকেন। মাঝপথে ফিরে আসেন আরও এক সদস্য। বাকিরা লক্ষ্য পূরণ করেন। ১৪ জুন তাঁরা ইন্দ্রসন শৃঙ্গ জয় সম্পন্ন করেন। এই অভিযানে দেওটিব্বা শৃঙ্গও জয় করেছেন তাঁরা। বাড়িতে ফিরে শনিবার দেবাশিসবাবু বলেন, ১৯৬১ সালে প্রথমবার ইন্দ্রাসন জয় করে জাপানের এক দল পর্বতারোহী।  এভারেস্ট জয়ের স্বপ্ন রয়েছে। সকলে পাশে থাকলে হয়তো একদিন তা সত্যি হবে। 

26th     June,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ