বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নার্স নিয়োগে অনিয়মের অভিযোগে
স্বাস্থ্যভবনে ফের অশান্তি, আটক ৮৮

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি চাকুরিপ্রার্থী নার্সদের বিক্ষোভে মঙ্গলবারও ব্যাপক গণ্ডগোল হল স্বাস্থ্যভবন ও লাগোয়া চত্বরে। কয়েক হাজার নার্স নিয়োগে অনিয়ম হয়েছে, এই অভিযোগে এদিন দুপুরে স্বাস্থ্য‌ভবনের মূল ফটকের সামনে শতাধিক নার্স অবস্থানে বসে পড়েন। বিধাননগর কমিশনারেটের পুলিসকর্মীরা তাঁদের আটক করেন। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, মোট ৮৮ জন চাকুরিপ্রার্থী নার্সকে আটক করে নিউটাউন এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়। দিনভর আটক রাখার পর রাতে তাঁদের ছাড়া হয়। বাসে করে হাওড়া ও শিয়ালদহ স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিধাননগর কমিশনারেটের ডিসি (হেডকোয়ার্টার্স) দেবস্মিতা দাসের সঙ্গে বহুবার যোগাযোগ করা হয়। রাত সওয়া ন’টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। কিন্তু তাঁর কোনও বক্তব্য মেলেনি। এদিকে নার্সদের আটক করার সময় হওয়া ধস্তাধস্তিতে সোমা মাইতি নামে এক চাকরিপ্রার্থী নার্স অসুস্থ বোধ করেন। তাঁকে প্রথমে স্বাস্থ্যভবনের একতলার মেডিক্যাল সেলে এবং তারপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
এদিনও এইসব কাণ্ডের জেরে স্বাস্থ্যভবন ও লাগোয়া হেলথ রিক্রুটমেন্ট বোর্ড চত্বরে বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে সোমবারের মতো নিত্যযাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সেজন্য রাস্তা খোলা রাখা হয়। এদিন সকালে আন্দোলনকারী নার্সদের চারজনের প্রতিনিধিদল নার্সিং শাখার কর্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে। যদিও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। তাঁরা নীচে নেমে আসার কিছুক্ষণের মধ্যে বিক্ষোভকারী নার্সরা অবস্থান এবং হইচই শুরু করেন। চলে আসে পুলিস।

25th     May,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ