বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ঘেরাটোপে থাকা বাড়ি থেকে জিনিস উধাও
এবার চুরির অভিযোগে কাঠগড়ায় মেট্রো
ভাঙতে হতে পারে আরও বাড়ি, আশঙ্কা বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে মেট্রো-বিপর্যয়। ছাদ হারিয়ে বহু বাসিন্দা এখন হোটেলবন্দি। বিপজ্জনক হয়ে পড়ায় একের পর এক বাড়ি ভাঙা পড়ছে। গোটা কাণ্ডে মেট্রো রেল কর্তৃপক্ষকে কার্যত ভিলেন বানিয়েছেন দুর্গা পিতুরি লেন, স্যাঁকরাপাড়া লেনের বাসিন্দারা। এত পর্যন্ত ঠিক ছিল। এবার ‘পরিত্যক্ত’ বাড়ি থেকে জিনিস চুরির অভিযোগ উঠল। কাঠগড়ায় ফের কেএমআরসিএল এবং তাদের ঠিকাদার সংস্থা। ঘরছাড়া ওই বাসিন্দারা পুলিসের কাছে এবার চুরির অভিযোগ জানিয়েছেন। 
বুধবার এই অভিযোগ সামনে এসেছে। এদিন ওই চত্বরের বাড়িগুলির হাল-হকিকত খতিয়ে দেখার কাজ শুরু করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞরা। মেট্রো কর্তৃপক্ষ যে অঞ্চল ঘিরে রেখেছে, তার ভিতরের অংশের বাড়িগুলির স্বাস্থ্যপরীক্ষা হয় এদিন। ২০১৯ সালে বিপর্যয়ের পর থেকেই এইসব বাড়ির বাসিন্দারা ঘরছাড়া। এতদিন পর যাদবপুরের অধ্যাপকদের সঙ্গে তাঁরা বাড়ির ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন। তখনই তাঁদের চোখে পড়ে বহু জিনিস গায়েব হয়ে গিয়েছে। ১০ বি, দুর্গা পিতুরি লেনের বাসিন্দা বিকাশ সাউ, সুনীপা রায়, গোবিন্দ রায়, পলি নাগরা এই অভিযোগ তুলছেন। বিকাশবাবু বলেন, ওই এলাকা মেট্রো কর্তৃপক্ষ ঘিরে রেখেছে। বাইরের কেউ ভিতরে ঢুকতে পারে না। যাঁরা কাজ করছেন, তাঁরাই চুরির ঘটনায় যুক্ত। আলমারি, খাট ভেঙে সেই কাঠ চুরি করা হয়েছে। চুরি গিয়েছে চারটি জলের পাম্প। সুনীপা রায়েরও বক্তব্য এক। তাঁর অভিযোগ, তিন বছর আগে বাড়ি থেকে বেরনোর সময় অনেক জিনিস নিতে পারিনি। মেট্রো রেলের লোকজন বলেছিলেন, সব জিনিস বের করতে গেলে সমস্যা হতে পারে। এতদিন পরে ঘরে এসে দেখছি, তালা ভাঙা। সেগুন কাঠের আলমারি নেই। সেই কাঠ জ্বালিয়ে নাকি রান্না করে খেয়েছে ঠিকাদারের কর্মীরা। মেট্রো প্রকল্পে যাঁরা কাজ করছেন, তাঁরাই থাকছেন আমাদের বাড়িতে। তাহলে তাঁরা ছাড়া আর কে চুরি করবেন?
এদিন মেট্রোর গ্রিভান্স সেলের অফিসে তাঁরা অভিযোগ জানিয়েছেন। তাঁদের থানায় লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে বলেন, এতদিন ফাটল, ভাঙাগড়া নিয়ে সমস্যা ছিল। এখন আবার নতুন অভিযোগ উঠেছে। যে সব বাড়ি সাইটের ভিতরে মেট্রোর অধীনে ছিল, সেখানে অন্য কেউ ঢুকতে পারার কথা নয়। সেখান থেকেই জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। চুরি, নাকি ডাকাতি বোঝা মুশকিল। তাঁদের স্থানীয় থানায় ডায়েরি করতে বলেছি। এব্যাপারে কলকাতা মেট্রোর তরফে এ কে নন্দী জানিয়েছেন, ওনারা গ্রিভান্স সেলের অফিসে অভিযোগ জানিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব।
এদিন যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকরা দুর্গা পিতুরি লেন, স্যাঁকরাপাড়া লেনের ২০-২২টি বাড়ির স্বাস্থ্যপরীক্ষা করেন। সূত্রের খবর, ১০ থেকে ১১টি বাড়ির হাল ভালো নয় বলে অভিমত দিয়েছেন তাঁরা। সেগুলি পুরোপুরি কিংবা আংশিক ভাঙা হবে। যদিও, শনিবার চূড়ান্ত রিপোর্ট কলকাতা পুরসভায় জমা দেবেন বিশেষজ্ঞরা। 

19th     May,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ