বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

বিক্রমগড়ে বৃদ্ধের রহস্যমৃত্যু
ঘর থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া দেহ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল যাদবপুরের বিক্রমগড় এলাকায়। পুলিস সূত্রে খবর, তাঁর নিজের বাড়িতেই খাটের তলা থেকে এদিন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃতের নাম নিধিচন্দ্র কুন্ডু(৬৭)। তিনি তাঁর বাড়িতে একাই থাকতেন। স্থানীয় সূত্রে খবর, তাঁকে গত শনিবার শেষবার দেখা গিয়েছিল। তারপর বেশ কয়েকদিন দেখা যায়নি তাঁকে। সন্দেহ হওয়ায় পুলিসকে খবর দেন প্রতিবেশীরা। এরপর আজ, পুলিস এসে ওই বাড়িতে ঢোকে। দেখা যায় ওই বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে রয়েছেন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, বৃদ্ধের দেহের ওপরের ও নীচের কিছুটা অংশ প্লাস্টিক দিয়ে মোড়া ছিল। তার ফলে ঘনীভূত হয়েছে রহস্য। অন্যদিকে ওই বৃদ্ধের বাড়ি থেকে মোবাইল, ল্যাপটপ এবং  টিভি খোয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিস। তদন্তকারীদের অনুমান, লুটের উদ্দেশ্যেই তাঁকে খুন করা হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

17th     May,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ