বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বারাসত পুলিস জেলায় চুরি 
যাওয়া ২৮০টি মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কয়েক বছর ধরে চুরি যাওয়া কয়েকশো মোবাইল উদ্ধার করল বারাসত জেলা পুলিস। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বারাসতের পুলিস সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় মোট ১৫ জনের হাতে চুরি যাওয়া মোবাইল তুলে দেন। উদ্ধার হওয়া বাকি ২৬৫টি মোবাইল বিভিন্ন থানা থেকে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত পুলিস জেলার ৯টি থানায় গত দু’-তিন বছরে কয়েকশো মোবাইল চুরির অভিযোগ দায়ের হয়েছিল। গত কয়েক মাস ধরে পুলিস মোট ২৮০টি মোবাইল উদ্ধার করে। এদিন পুলিস সুপার মোট ১৫ জনের হাতে উদ্ধার হওয়া মোবাইল তুলে দেন। ২০১৯ সালে বেলেঘাটার অফিস থেকে বাড়ি ফেরার পথে মাণ্ডবী চন্দের ব্যাগ থেকে মোবাইল চুরি যায়। তিন বছর পর মোবাইল ফেরতের আশা তিনি কার্যত ছেড়েই দিয়েছিলেন। এদিন তিনি পুলিস সুপারের হাত থেকে মোবাইল ফেরত পাওয়ায় বেজায় খুশি হয়েছেন। -ফাইল চিত্র

26th     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ