বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সংক্রমণ হার ২ শতাংশের নীচে দক্ষিণ ২৪ পরগনায়
রাজ্যে সর্বনিম্ন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণ এখন কমতে শুরু করেছে। নিম্নমুখী পজিটিভিটি রেট‌ও। আর তার পর্যালোচনা করে দেখা যাচ্ছে, রাজ্যের মধ্যে এখন এই রেট সব থেকে কম দক্ষিণ ২৪ পরগনায়। ফলে এক এক করে বন্ধ হচ্ছে সেফ হোম। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, চারটি জেলায় এই রেট ১০ শতাংশের  নীচে নেমে গিয়েছে। স্বাস্থ্য কর্তাদের কাছে এটি বিশেষ স্বস্তিদায়ক। সব জেলায় পজিটিভিটি রেট‌ কমলেও আলিপুরদুয়ার জেলায় সেটা বেড়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় এখন পজিটিভিটি রেট‌ ১.৯০ শতাংশ।  তৃতীয় ঢেউ আসার আগে, অর্থাৎ ২ জানুয়ারি এই রেট ছিল ১২ শতাংশ। সেটা ৯ জানুয়ারি  বেড়ে ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। এরপর টেস্টিং এবং সংক্রমণ ঠেকাতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। আর এক সপ্তাহে এল সাফল্য। ১৬ জানুয়ারি দেখা যায়, পজিটিভিটি রেট‌ কমে ২৩ শতাংশে নেমে এসেছে। এদিকে জেলা প্রশাসন কঠোর বিধি পালনের উপর জোর দিতে থাকে। তাতেও মিলেছে ফল।  সাতদিনে ৯২ শতাংশ কমে পজিটিভিটি রেট‌ নেমে দাঁড়ায় ২ শতাংশের নীচে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুহূর্তে গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক টেস্টিং এই জেলাতেই হচ্ছে। তার নিরিখে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই ঘোরাফেরা করছে। শেষ দুই সপ্তাহে হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। অথচ এই সপ্তাহে সেটা ৫০০-র নীচে নেমে এসেছে। এদিকে জেলার একাধিক সেফ হোম বন্ধ হওয়ার মুখে, কারণ আর সেভাবে সেখানে রোগী ভর্তি হচ্ছে না। ইতিমধ্যে কয়েকটি জায়গা থেকে ডাক্তার ও সহযোগীদের তুলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে গোটা জেলায় ১৩টি সেফ হোম চলছিল। তাতে সব মিলিয়ে এখন ৪৪ জন ভর্তি আছেন। তাঁদেরও কিছুদিনের মধ্যে ছুটি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এক স্বাস্থ্য আধিকারিক বলেন, দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যজেলায় ৮টি সেফ হোম চলছিল। এখন মাত্র দু’টি জায়গাতেই রোগী রয়েছেন। বাকিগুলি খালি। সেগুলিও প্রায় বন্ধই বলা যায়।

26th     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ