বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

উঠেছে নিষেধাজ্ঞা, চিৎপুর যাত্রাপাড়ায় ফিরল ব্যস্ততা
জোরকদমে চলছে বুকিং, খুশি শিল্পী-কলাকুশলীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোভিড পরিস্থিতির কারণে রাজ্যের একাধিক জেলায় সরকারি নির্দেশে কিছুদিন যাত্রাপালা মঞ্চস্থ হওয়া বন্ধ ছিল। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা উঠেছে। ফলে চিৎপুরের বিভিন্ন অপেরার অফিসে শুরু হয়েছে যাত্রাপালার বুকিং। আবার বুকিং শুরু হওয়ায় খুশির হাওয়া ঐতিহ্যবাহী যাত্রাপাড়ায়। যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন অপেরা কর্তা  থেকে শুরু করে শিল্পী কলাকুশলী সহ সকলেরই বক্তব্য, গত এক বছরের বেশি সময় ধরে করোনার কারণে যাত্রার শো  ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শিল্পের সঙ্গে যুক্ত সকলেই আর্থিক ক্ষতির মুখে। সেই খরা কাটিয়ে ফের যাত্রা মঞ্চস্থ হওয়া শুরু হয়েছিল। কিন্তু আবার  রাজ্যজুড়ে করোনা মাথাচাড়া দেয়। আর অন্যান্য সবকিছুর মতো যাত্রাপালাও সাময়িক বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর‌ যাত্রার সঙ্গে যুক্ত সকলেই আশাহত হন। একসময় তাঁরা শো শুরুর দাবি নিয়ে অবস্থানে বসারও সিদ্ধান্ত নেন। তবে রাজ্য সরকার যাত্রার শো শুরুর বিষয়টি খতিয়ে দেখে মঞ্চস্থ করার অনুমতি দেওয়ার পর‌ চিৎপুর যাত্রাপাড়া থেকে কালো মেঘ ধীরে হলেও কাটতে শুরু করেছে বলে জানান শিল্পীরা।
চিৎপুরের অপেরা কর্তারা জানান, গত এক থেকে দেড় বছরে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তা সত্বেও সমস্ত ক্ষতি মেনে  নিয়ে তাঁরা ফের যাত্রাপ্রেমীদের মনোরঞ্জনের জন্য চলতি মরশুমে একাধিক পালার আয়োজন করেছেন। এক অপেরাকর্তা বলেন, ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠ। এই হল যাত্রার সময়। তাই এই কয়েকটা মাস যদি পর্যাপ্ত সংখ্যক দর্শক মেলে, তাহলে কিছুটা হলেও লাভের কড়ি তাঁরা ঘরে তুলতে পারবেন বলে মনে করছেন। যাত্রাপাড়ায় ফের শুরু হওয়া বুকিং তাঁদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। রাজ্য যাত্রা সম্মেলনের এক পদাধিকারী বলেন, ফি বছর চৈত্র-বৈশাখ মাস যাত্রাপালার ভরা মাস। ওই সময় গ্রামবাংলায় নানা পুজোপার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। গাজন, শীতলা, মনসা, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর পুজো, নীলষষ্ঠী, চড়ক, চৈত্র সংক্রান্তি, নববর্ষ প্রভৃতি উৎসবে মাতেন মানুষ। যাত্রা শিল্পীরাও ওই সময়ের জন্য অধীর আগ্রহে বসে থাকেন। আমরা আশা করছি, এবারও সেই ধারা অব্যাহত থাকবে। শিল্পীদের একাংশের বক্তব্য, যাত্রা বাঁচিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রীর ভূমিকা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা মনে করছি যে কোনও পরিস্থিতিতে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রী আমাদের সাহায্য করবেন।

26th     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ