বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

গোরুহাটা ময়দানে সভা করেছিলেন সুভাষ
নেতাজির নামে সংগ্রহশালা 
গড়বে উলুবেড়িয়া পুরসভা

সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৯৪০ সালের ৫ মে। এই দিনে হাওড়ার  উলুবেড়িয়ায় এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন নেতাজি সুভাষ। উলুবেড়িয়ায় পদযাত্রার পাশাপাশি গোরুহাটা ময়দানে তিনি একটি জনসভা করেছিলেন। দিনটি উলুবেড়িয়াবাসীর কাছে আজও এক স্মরণীয় দিন। তাঁর আগমনের সেই স্মৃতি সবার সামনে তুলে ধরতে উলুবেড়িয়ায় নেতাজির নামাঙ্কিত এক সংগ্রহশালা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে পুরসভা। সূত্রের খবর, উলুবেড়িয়ার শতাব্দীপ্রাচীন ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরিতে এই সংগ্রহশালা গড়ে তোলা হবে। সেই মতো ওই গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে পুরসভা।
উলুবেড়িয়ার মানুষের মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তুলতে ১৯৪০ সালের ৫ মে, রবিবার উলুবেড়িয়ায় আসেন নেতাজি। তিনি উলুবেড়িয়া ষ্টেশনে নামার পর উলুবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, জয়দেব বন্দ্যোপাধ্যায়, বলাই চক্রবর্তী, বিবেক দাস সহ অন্যান্য ছাত্ররা তাঁকে শোভাযাত্রা করে জেটিঘাটার (পুরাতন ধারার দোকান) কাছে নিয়ে যায়। সেখান থেকে নেতাজির পদযাত্রা শুরু হয়। পদযাত্রা গোরুহাটা ময়দানে আসার পর সেখানে জনসভা করেন নেতাজি। তথ্যভিজ্ঞ মহলের মতে,  সেদিনের ওই সভায় নেতাজির ভাষণ শুনতে প্রায় আট হাজার মানুষ উপস্থিত ছিলেন। এলাকার বিশিষ্ট শিক্ষক অজয় দাস বলেন, নতুন প্রজন্ম এসব ইতিহাস খুব একটা জানে বলে মনে হয় না। শুধু নেতাজির আগমনই নয়, উলুবেড়িয়া শহরের নেতাজি মূর্তির ইতিহাসও অনেকের কাছে অজানা। পুরসভার উচিত, এই বিষয়গুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। 

22nd     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ