বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

রবিবার থেকে ৭ দিনই খোলা
থাকবে পানিহাটির সব বাজার

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগের চেয়ে সংক্রমণ কমেছে। কোভিড হাসপাতালে ভর্তির সংখ্যা হাতে গোনা। সম্পূর্ণ ফাঁকা পুরসভার সেফহোম। তাই একদিন অন্তর বাজার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করল পানিহাটি পুরসভা। শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রবিবার থেকে পানিহাটি পুরসভার অন্তর্গত সমস্ত বাজার ও দোকান সপ্তাহে সাতদিনই খোলা থাকবে। তবে, বিক্রেতা ও ক্রেতাদের মানতে হবে স্বাস্থ্যবিধি। বাজার বন্ধের জেরে এই বিয়ের মরশুমে ক্ষতির মুখে পড়েছিলেন সোদপুর বাজারের বহু ব্যবসায়ী। পুরসভার এই সিদ্ধান্তে তাঁদের অনেকেই খুশি। পুরসভার দাবি, চলতি মাসের শুরু থেকেই পানিহাটি পুরসভা এলাকায় দৈনিক গড়ে প্রায় ২৫০ জন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। সেই পরিস্থিতি সামাল দিতে পুরসভার পক্ষ থেকে কোভিড হাসপাতাল এবং সেফহোম চালু করা হয়েছিল। সংক্রমণ রুখতে প্রথমে সপ্তাহিক বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর ১৪ জানুয়ারি পানিহাটি পুরসভা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল, ১৭ জানুয়ারি থেকে একদিন অন্তর খুলবে বাজার। এর সুফল মিলেছে বলে দাবি পুরসভার।

22nd     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ