বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

গুগল সার্চে ব্যাঙ্কের নামে ভুয়ো
হেল্পলাইন নম্বর, লোপাট ৮ লক্ষ
পুলিসি তৎপরতায় উদ্ধার টাকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি ব্যাঙ্কের ডেবিট কার্ড সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের জন্য হেল্পলাইন নম্বর খুঁজেছিলেন এক গ্রাহক। সেইমতো ওই ব্যাঙ্কের নাম দিয়ে গুগলে হেল্পলাইন নম্বর সার্চ করেন। তাতে যে নম্বর আসে সেখানেই যোগাযোগ করেন ওই ব্যক্তি। তাতেই প্রতারণার শিকার হলেন কলকাতা পুলিসের সেন্ট্রাল ডিভিশনের এক বাসিন্দা। পুলিস সূত্রের খবর, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে ৮ লক্ষ টাকা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা পুলিসের সাইবার সেল ৭ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিস সূত্রের খবর, গুগল সার্চে ওই বেসরকারি ব্যাঙ্কের নামে যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো। প্রতারকরা সেটিকে ‘বিজ্ঞাপন’ দিয়ে গুগল আপলোড করে দিয়েছে বলে অনুমান পুলিসের। অভিযোগকারীর দাবি, ফোন করলে অপর প্রান্ত থেকে বলা হয় অন্য একটি নম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। সেইমতো ফোনও আসে। ‘এনি ডেস্ক’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথা বলা হয়। সেই নির্দেশ পালন করতেই একটি ওটিপি আসে গ্রাহকের মোবাইলে। তা শেয়ার করতে বলা হয়। নির্দেশ মানতেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট খালি করে দেয় প্রতারকরা। খোওয়া যায় আট লক্ষ টাকা! প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গ্রাহক কলকাতা পুলিসের সেন্ট্রাল ডিভিশনের সাইবার সেলের দ্বারস্থ হন। তদন্তে নেমে খোওয়া যাওয়া অর্থের অধিকাংশটাই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিস।

21st     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ