বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সংরক্ষণ কখনই মেধার পথ
অবরুদ্ধ করে না: সুপ্রিম কোর্ট
নিট-এ ২৭ শতাংশ ওবিসি কোটা বহাল

নয়াদিল্লি: নিট-এর মাধ্যমে ডাক্তারির স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য ২৭ শতাংশ সংরক্ষণ বহাল রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত বলল, অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের ব্যবস্থা কখনই মেধার পথ অবরুদ্ধ করে না। বরং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যবস্থাকে আরও জোরদার করে। উচ্চ নম্বর প্রাপ্তি মেধা বিচারের একমাত্র শর্ত হতে পারে না। মেধার বিচার হওয়া উচিত আর্থ-সামাজিক পটভূমির নিরিখে।
গত ৭ জানুয়ারি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এ এস বোপান্নার বেঞ্চ সংক্ষিপ্ত নির্দেশে ওবিসি সংরক্ষণের সাংবিধানিক বৈধতা বহাল রেখেছিল। পাশাপাশি, আর্থিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লুএস) ভর্তিতে বার্ষিক সর্বোচ্চ ৮ লক্ষ টাকা উপার্জনের চলতি ব্যবস্থাতেও অনুমোদন দিয়েছিল। ওইদিন সুপ্রিম কোর্ট বলেছিল, শীঘ্রই বিস্তারিত নির্দেশ জারি করা হবে। সেই নির্দেশেই এই সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা থাকবে। সেই সূত্রেই এদিন এই ইস্যুতে বিস্তারিত নির্দেশ দিল শীর্ষ আদালত। দুই বিচারপতির বেঞ্চ বলল, কিছু শ্রেণি বহুদিন ধরেই আর্থ-সামাজিকভাবে সুবিধাজনক জায়গায় থেকেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে তা প্রতিফলিত হয় না। মেধার মূল্যায়ন হওয়া উচিত সামাজিক পরিস্থিতির পটভূমিতে। আর সেই সূত্রেই সুপ্রিম কোর্টের বক্তব্য, সংরক্ষণের ব্যবস্থায় মেধার পথ অবরুদ্ধ হয় না। বরং, এর ফলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্র আরও সম্প্রসারিত হয়। বিস্তারিত নির্দেশ জারি করতে গিয়ে এদিন কোটা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে বহাল রাখে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলে, এবিষয়ে আদালত হস্তক্ষেপ করলে চলতি বছরের ভর্তির প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। কোভিড মহামারীর পরিস্থিতিতে হাসপাতালগুলিতে আরও চিকিৎসকের প্রয়োজন। যোগ্যতা নির্ধারণের শর্ত বদলের অর্থ ভর্তির প্রক্রিয়ায় আরও দেরি করে ফেলা। তার সঙ্গেই পাল্টা মামলা দায়ের হওয়ার পথ মসৃণ করে দেওয়া। পাশাপাশি সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, আর্থিকভাবে দুর্বল শ্রেণির সংরক্ষণ নিয়ে ওঠা প্রশ্ন বিস্তারিতভাবে শোনা হবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে। উল্লেখ্য, নিট-এর স্নাতক ও স্নাতকোত্তরের (সর্বভারতীয় কোটা) ভর্তিতে ওবিসিদের জন্য ২৭ শতাংশ ও আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত বছরের ২৯ জুলাই। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। যদিও, ২৭ শতাংশ ওবিসি সংরক্ষণের সিদ্ধান্তকে বহালই রাখল শীর্ষ আদালত।  

21st     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ