বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পুলিসের জালে বাইক
চুরি চক্রের ২ পান্ডা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে বাইক চুরি চক্রের দুই পান্ডাকে রবিবার হাতেনাতে গ্রেপ্তার করল শেক্সপিয়র সরণি থানার পুলিস। ধৃতদের নাম মহম্মদ শাকিল ও কার্তিক হরিজন। সোমবার তাদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক ধৃতদের ৩১ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি জানান, তাদের হেফাজত থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়েছে। সম্প্রতি ওই থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তি মোটর সাইকেল চুরির অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে বাইক চুরির পান্ডাদের বিস্তারিত বিবরণ সংগ্রহ করে। তখনই জানা যায় শেক্সপিয়র সরণি থানা এলাকায় বাইকটি হাতিয়েছে এই দুই যুবক। নকল চাবি দিয়ে নিমেষেই তারা মোটর সাইকেল চুরিতে অভ্যস্ত। ওই থানা ও তার পার্শ্ববর্তী এলাকায় এর আগে যে সমস্ত মোটর সাইকেল ও স্কুটি চুরি গিয়েছে, তার সঙ্গে এদের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে এদিন আদালতে জানান সরকারি আইনজীবী। তিনি জানান, ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের খোঁজে পুলিস তল্লাশি করছে। ধৃতদের কাছ থেকে বাইক খোলার চাবি ও অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার হয়েছে। বিচারক মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে ধৃতদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

18th     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ