বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বৃষ্টিমুখর...। মঙ্গলবার গিরিশ পার্কের কাছে তোলা নিজস্ব চিত্র।

বুস্টার ডোজ নিয়ে প্রতারণা
সচেতনতা প্রচার পুলিসের
আরামবাগ

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বুস্টার ডোজের অনলাইন প্রতারণা নিয়ে আতঙ্ক বাড়ছে আরামবাগে। ইতিমধ্যেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে আরামবাগ মহকুমার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে ফোনও আসছে বহু ব্যক্তির কাছে। এর মধ্যে কোনটি আসল আর কোনটি নকল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই নানা ধরনের অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন আরামবাগের বাসিন্দারা। করোনা আতঙ্কের সঙ্গে জুড়েছে বুস্টার ডোজ নিয়ে প্রতারণার আতঙ্ক। আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে শুরু হয়েছে জোরদার প্রচার। 
করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে বুস্টার ডোজের নাম করে নয়া পন্থায় রাজ্যজুড়ে অনলাইন প্রতারণা শুরু হয়েছে। প্রতারণা রোধে আগাম সচেতনতা শুরু করেছে আরামবাগ মহকুমার পুলিস প্রশাসন। কীভাবে এই প্রতারণা হচ্ছে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। প্রথমেই অচেনা ও ভুয়ো নম্বর থেকে ফোন করা হচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে নাম বয়স ও ফোন নম্বর। প্রশ্ন করা হচ্ছে কোভিডের দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে কিনা। হ্যাঁ বললেই বুস্টার ডোজের রেজিস্ট্রেশন করার কথা বলা হচ্ছে। এরপরেই রেজিস্ট্রেশনের জন্য একটি লিংক ক্লিক অথবা ফোনে আসা ওটিপি শেয়ার করতে বলা হচ্ছে। ওটিপি শেয়ার করলেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে দুষ্কৃতীরা। এই বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, মহকুমায় বুস্টার ডোজ দেওয় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন থাকার জন্য আমরা প্রচার করছি। দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে কিনা বা বুস্টার ডোজ বিষয়ে কোনও ফোন এলে ব্যক্তিগত কোনও তথ্য না দেওয়ার জন্য সচেতন থাকতে বলা হচ্ছে। এখনও পর্যন্ত আরামবাগ মহকুমায় এই বিষয়ে কোনও অভিযোগ হয়নি। অনলাইন প্রতারণার এই ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। নতুন ধরনের এই প্রতারণার শিকার এখানে যাতে কেউ না হন তারজন্য আমরা আগাম সতর্কতা নিচ্ছি। সেইসঙ্গে তিনি বলেন, নানা ধরনের অনলাইন প্রতারণার ঘটনা আরামবাগে বাড়ছে। যদিও সবকটি ক্ষেত্রে আমাদের সাইবার শাখা প্রতারিতদের টাকা ফিরিয়ে দিতে পেরেছে। প্রতারণা রোধে দিনরাত কাজ করছে আমাদের সাইবার সেল। স্থানীয় থানায় বা এসডিপিও আরামবাগ সোশ্যাল পেজে অভিযোগ জানালেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। সবচেয়ে বেশি প্রতারণার ঘটনা ঘটেছে লটারিতে টাকা পাওয়ার মেসেজে। সেই টাকা পেতে গিয়ে টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। বারবার বলা হচ্ছে এমন ধরনের মেসেজের ফাঁদে না পড়ার জন্য। এছাড়া অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকে জিনিসপত্র কেনার আবেদনও জানানো হচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন গেম খেলার প্রবণতা বাড়ছে । ছেলেমেয়েরা টাকা দিয়ে অনলাইন গেম খেলায় আসক্ত হয়ে পড়ছে কিনা এই বিষয়েও অভিভাবকদের আমরা সচেতন থাকতে বলছি। আরামবাগের ১৮ নম্বরের বাসিন্দা শ্যামল মাজি বলেন, কয়েকদিন আগে আমাকে ফোন করে জিজ্ঞাস করা হয়েছিল দ্বিতীয় ডোজ নিয়েছি কিনা এবং কোথায় নিয়েছি। এর বেশি কিছু অবশ্য জিজ্ঞাসা করেনি। আমার পরিচিত অনেকেই ফোন পেয়েছে। কিন্তু বুঝতে পারছি না এটা স্বাস্থ্যদপ্তরের না প্রতারকদের। স্বাভাবিকভাবেই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছি। আরামবাগ এসিএমওএইচ এদিন বলেন, বুস্টার ডোজের জন্য মোবাইল নম্বর রেজিস্ট্রার করলেই দেখতে পাবেন কবে তিনি কবে টিকা পাবেন। ফোনে এই বিষয়ে কাউকে কোনও ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন নেই।  স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রথম ও দ্বিতীয় ডোজ যারা নিয়েছেন সেখানেই বিনামূল্যে তাঁরা নির্ধারিত দিনে বুস্টার ডোজ পাবেন। এই বিষয়ে কিছু জানার থাকলে সেখানে গিয়ে তাঁরা খোঁজ নিন। এমনকী যাঁরা টাকা দিয়ে নার্সিংহোমে প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন নাম রেজিস্ট্রি হলেই তাঁরাও তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেগুলোতে বুস্টার ডোজ পেয়ে যাবেন।

18th     January,   2022
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ