বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বসিরহাট হাসপাতালে চালু হল
নয়া সাতটি ডায়ালিসিস মেশিন
বিধায়কের অনুরোধের পরই মুখ্যমন্ত্রীর নির্দেশ

সংবাদদাতা, বসিরহাট: বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সাতটি ডায়ালিসিস মেশিন বসানো হয়েছে বসিরহাট হাসপাতালে। এছাড়া যে দু’টি মেশিন খারাপ হয়ে পড়েছিল, সেগুলিও সারানো হয়েছে। জানা গিয়েছে, মেশিনগুলি সব ঠিকঠাক চলছে কি না, তা মাঝেমধ্যেই এসে দেখে যাচ্ছেন চিকিৎসক বিধায়ক। বেশ কয়েক বছর আগে হাসপাতলে পিপিপি মডেলে ডায়ালিসিস ইউনিট চালু হয়েছিল। সেজন্য একজন ডাক্তার, দু’জন টেকনিশিয়ান এবং একজন নার্সও আছেন। একজনের ডায়ালিসিস করতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। কিছু রোগীকে সপ্তাহে দুই-তিনবারও ডায়ালিসিস করতে হয়। বেসরকারিভাবে ডায়ালিসিস করাতে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয়। কিন্তু মমতা সরকারের নীতি- বিনামূল্যে চিকিৎসা। সেই অনুসারে বসিরহাট হাসপাতালে বিনা খরচেই ডায়ালিসিস হয় বলে রোগীর চাপও বেশি। কিন্তু প্রয়োজনের তুলনায় এখানে মেশিনের সংখ্যা কম ছিল। মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক সেকথা তুলে ধরেন। বিধায়কের কথা শুনেই মুখ্যমন্ত্রী খারাপ মেশিনগুলি মেরামতির ব্যবস্থা করার এবং আরও সাতটি নতুন মেশিন বসিরহাট হাসপাতালে দেওয়ার নির্দেশ দেন। বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বলেন, মাত্র তিনটি মেশিন দিয়ে বসিরহাট মহাকুমার প্রায় ৩০ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। মেশিনের অভাবে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় রোগীদের। তাই সব শুনে মুখ্যমন্ত্রী আরও সাতটি মেশিনের ব্যবস্থা করেছেন। এছাড়া খুব দ্রুত আরও দশটি বেডের ব্যবস্থা করা হবে।
বসিরহাট হাসপাতালের চিকিৎসা প্রসঙ্গে এক রোগী খায়রুল বিবি জানান, আগের তুলনায় অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে হাসপাতাল। পরিষেবার উন্নতিও হয়েছে। আগে যে সব পরীক্ষা করতে পকেট থেকে টাকা খরচ করতে হতো, তা এখন বিনামূল্যেই এখানে করা যাচ্ছে। আর এক রোগীর আত্মীয় কেনারাম হালদার বলেন, আগে ডাক্তারবাবু লেখার সঙ্গে সঙ্গেই বেশ কিছু দালাল হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে যেত। বহু টাকাপয়সা ঠকিয়ে নিত। এখন সেই সব বন্ধ হয়ে গিয়েছে।

3rd     December,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ