বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

নার্সিংহোমে জটিল অস্ত্রোপচার
হাওড়ায়, সহায় স্বাস্থ্যসাথী

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে সম্প্রতি জটিল অস্ত্রোপচার করা হয়।  কার্যত নতুন জীবন ফিরে পান শিবপুরের বাসিন্দা এক গৃহবধূ। চিকিৎসকদের মতে, যেভাবে ঝুঁকি নিয়ে এই অস্ত্রোপচার সফল হয়েছে, তা বেশ বিরল। ওই নার্সিংহোম ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবপুরের পি এম বস্তির বাসিন্দা বছর পঁয়ত্রিশের নাগমা পারভিন ২০২০ সালের অক্টোবরে গল ব্লাডারে পাথরের জন্য কলকাতার এক হাসপাতালে অস্ত্রোপচার করান। হাওড়ার সংশ্লিষ্ট নার্সিংহোমের চিকিৎসকদের দাবি, সেই অস্ত্রোপচারের সময় রোগীর পেটের মধ্যে একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই সমস্যা মেটাতে আরও চারবার অস্ত্রোপচার করা হয় তাঁর পেটে। এতবার অস্ত্রোপচারের সময় কোনও ত্রুটির কারণে খাদ্যনালীর সঙ্গে পাকস্থলীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তিনি যা খাচ্ছিলেন, তা খাদ্যনালীতে জমে গিয়ে পেট ফুলে উঠছিল। ফলে পেটের মধ্যে বিভিন্ন অঙ্গ, প্রত্যঙ্গের স্থান পর্যন্ত বদলে যায়। খাদ্যনালীর একাংশ খাবারের ভারে পেটের মধ্যে কার্যত ঝুলছিল। 
এই অবস্থায় তাঁর বাড়ির লোকজন ডাঃ সিরাজ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনিই এই জটিল অস্ত্রোপচার করেন। জানা গিয়েছে, পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলেছে। বর্তমানে রোগী ভালো আছেন। তাঁর পরিবারের এক সদস্য বলেন, আমরা যে ওকে ফিরে পাব, তা ক’দিন আগেও ভাবতে পারিনি। আর রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে এই অস্ত্রোপচার সম্ভব হতো না।

3rd     December,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ