বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

উলুবেড়িয়া ২ নং ব্লক
ডিসেম্বরের মধ্যে দ্বিতীয়
ডোজ শেষ করার লক্ষ্য

সংবাদদাতা, উলুবেড়িয়া: নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের সর্বশেষ প্রজাতি ওমিক্রন। ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশের পাশাপাশি ভারতেও ছড়িয়ে পড়েছে এটি। এই অবস্থায় করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে ভ্যাকসিনের প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজের উপর জোর দেওয়া হয়েছে। উলুবেড়িয়া ২ নং ব্লকে ডিসেম্বর মাসের মধ্যেই ভ্যাকসিন প্রাপকদের দ্বিতীয় ডোজের আওতায় আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ওই ব্লক সূত্রে খবর, ইতিমধ্যে ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের দেড় লক্ষ মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও ৪৮ হাজার মানুষকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। ভ্যাকসিন প্রসঙ্গে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস জানান, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন প্রাপকদের খোঁজ নিচ্ছেন। এখনও পর্যন্ত প্রথম ডোজ নেওয়া বাকি মাত্র ১২৩ জনের। তাঁর দাবি, শুধু প্রথম ডোজ নয়, ডিসেম্বরের মধ্যেই সকল ভ্যাকসিন প্রাপককে দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে।

3rd     December,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ