বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

সওয়ালে বাধা ডাক্তারকে, কনজিউমার
কমিশনের দুই বিচারককে নোটিস জারি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ সত্ত্বেও রাজ্যের কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনে, চিকিৎসায় ক্ষতিগ্রস্তের হয়ে সওয়ালে, ডাক্তার কুনাল সাহাকে বাধা দেওয়া হয়েছে। এমন অভিযোগে সোমবার হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কমিশনের দুই বিচারককে আদালত অবমাননার নোটিস জারি করলেন। আগেও ডাঃ সাহাকে কমিশনে ক্ষতিগ্রস্তের হয়ে সওয়াল করার সময় বাধাদানের অভিযোগ উঠেছিল। সেটা তিনি হাইকোর্টকে জানিয়েছিলেন। এই বছরের ফেব্রুয়ারি মাসে বিচারপতি ভট্টাচার্যই সেই মামলার নিষ্পত্তি করে জানিয়েছিলেন, চিকিৎসায় ক্ষতিগ্রস্তদের হয়ে তিনি অবশ্যই আইনি সওয়াল করতে পারবেন। সংবিধান অনুযায়ী তাতে কোনও বাধা নেই। কিন্তু, তারপরেও সেই কমিশনেই ৭ অক্টোবর অন্য এক ক্ষতিগ্রস্তদের হয়ে সওয়াল করতে গেলে তাঁকে সেখানকার আইনজীবীরা বাধা দেন বলে তাঁর অভিযোগ। এমনকী হাইকোর্টের নির্দেশের কথা জানানো সত্ত্বেও কমিশনের বিচারকরা সাড়া দেননি বলে তিনি আদালত অবমাননার মামলা করেন। ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

30th     November,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ