বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

টিকার শংসাপত্র, টেস্ট রিপোর্ট
থাকলেও হবে আরটিপিসিআর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক নিয়মে চালু হচ্ছে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা দেওয়ায় আগাম সতর্ক কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব। সেখানে ঠিক হয়েছে, বাংলাদেশ এবং সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদের টিকাকরণ সার্টিফিকেট বা আরটিপিসিআর রিপোর্ট থাকলেও বিমানবন্দরেই তাঁদের ফের করোনা পরীক্ষা করানো হবে। সেক্ষেত্রে সংক্রমণ ধরা পড়লে পাঠানো হবে হাসপাতালে। জিনোম সিকোয়েন্সিং করতে গবেষণাগারে নমুনাও পাঠানো হবে। সিঙ্গাপুর, বাংলাদেশের পাশাপাশি ইউরোপের ৪৫টি দেশ সহ মোট ৫৬টি দেশের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়া গত একমাসে ইউরোপ থেকে আসা যাত্রীদের সফরসূচিও যাচাই করে দেখা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।

30th     November,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ