বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বিধাননগরে ডেঙ্গু রোধে
ড্রোনে নজরদারি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিজে-২৮৮ নম্বর বাড়ি। গত সপ্তাহে ডেঙ্গু রোধে অভিযান চালাতে গিয়ে সেখানে হাজির হন বিধাননগর পুরসভার স্বাস্থ্যকর্মীরা। বাড়ির ছাদ থেকে অসংখ্য ডেঙ্গুর লার্ভা উদ্ধার করেন তাঁরা। যা দেখে অবাক মুখ্য প্রশাসক থেকে আধিকারিকরা। সোমবার সকালে বিধাননগর পুরসভার মুখ্য প্রশাসক কৃষ্ণা চক্রবর্তীর ওয়ার্ডে (২৯ নম্বর) ড্রোন নজরদারির ব্যবস্থা করা হয়। সোমবার কৃষ্ণাদেবীর উপস্থিতিতে এই কর্মসূচি শুরু হয়। ওই ওয়ার্ড এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে নিয়মিত চলবে এই কর্মসূচি। 
কৃষ্ণাদেবী বলেন, সল্টলেকে ছাদে ও বারান্দায় টবে গাছ লাগানোর শখ রয়েছে বহু বাসিন্দার। তবে রয়েছে পরিচর্যার অভাব। অনেক ক্ষেত্রে আবাসিকরা মালির উপর নির্ভর করেন। তাই ওয়ার্ড কো-অর্ডিনেটর হিসেবে নিয়মিত আকাশপথে বাড়ির ছাদে নজরদারির সিদ্ধান্ত নিয়েছি। কোনও বাড়ির ছাদের টবে জমা জলের হদিস পাওয়া গেলে সেখানে অভিযান চালাবেন পুর স্বাস্থ্যকর্মীরা। তা দ্রুত পরিষ্কারও করে দেওয়া হবে। পুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা  ইতিমধ্যেই ৩০০ পেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডেই কড়া নজরদারির আবেদন জানিয়েছেন বহু নাগরিক। বাগুইআটি এলাকার বাসিন্দা শক্তিপদ সরকার জানান, বহু লোকের জ্বর হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাঁদের মধ্যে অনেকেরই রয়েছে ডেঙ্গুর উপসর্গ। এই ঘটনা পুর কর্তৃপক্ষের চিন্তা বাড়াচ্ছে। -নিজস্ব চিত্র

30th     November,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ