বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

টোটোর সিটে লুকিয়ে পাচারের চেষ্টা,
৬ লক্ষ টাকার রুপোর গয়না উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টোটোর সিটের তলায় লুকিয়ে রাখা হয়েছিল রুপোর গয়না। উদ্দেশ্য ছিল নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে তা বাংলাদেশে পাচার করা। কিন্তু বিএসএফের তৎপরতায় সেই চেষ্টা সফল হল না। পাচারের আগেই স্বরূপনগরের তারালি সীমান্তে ছ’লক্ষ টাকার রুপোর গয়না উদ্ধার করল বিএসএফ। সেই সঙ্গে টোটোটিও আটক করা হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। টোটোচালক তথা পাচারকারী চম্পট দিয়েছে। তবে, এই চক্রের পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুরে সীমান্ত চৌকিতে কর্তব্যরত জওয়ানরা লক্ষ্য করেন, একটি টোটো সীমান্ত লাগোয়া তারালি গ্রামের দিক থেকে হাকিমপুরের দিকে যাচ্ছে। বিএসএফের কাছে আগাম তথ্য ছিল, একটি পাচারের সম্ভাবনা রয়েছে। তাই টোটো দেখেই বিএসএফের সন্দেহ হয়। দূর থেকে তারা টোটোচালককে থামতে বলে। কিন্তু, টোটোচালক জওয়ানদের দেখেই টোটো ছেড়ে রেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর বিএসএফ টোটোতে তল্লাশি চালায়। পিছনের সিট খুলে দেখা যায়, তার তলায় ১৪টি প্যাকেট। তা খুলতেই রুপোর গয়না বেরিয়ে পড়ে।বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া গয়নার মোট ওজন প্রায় ১১ কেজি ৯১২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ছ’লক্ষ তিন হাজার ২৩৬ টাকা।

28th     November,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ