বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

৭ হাজার স্টল নিয়ে
শুরু হস্তশিল্প মেলা

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনে ইকো পার্কের পাশে শুরু হল রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, ও বস্ত্রদপ্তর পরিচালিত হস্তশিল্প মেলা। ছোটবড় মিলিয়ে প্রায় সাত হাজার স্টল নিয়ে শুরু হল শীত মরশুমের এই প্রথম মেলা। শনিবার বিকেলে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, ও বস্ত্রদপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও একাধিক মন্ত্রী, আমলা। মন্ত্রী চন্দ্রনাথবাবু জানান, ২৩টি জেলার বিভিন্ন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। নিজেদের হাতে তৈরি পণ্য এখানে তাঁরা বিক্রি করবেন। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৫০টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। প্রতিটিতে রয়েছে প্রায় ৪০টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর ১ এ খোলা মাঠে আরও ৩০০০ হাজার স্টল রয়েছে। এদিন উদ্বোধনের পরেই বিক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে মেলায়। আজ, রবিবার, আরও ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইকো পার্কে হস্তশিল্প মেলার উদ্বোধনে মন্ত্রী রথীন ঘোষ সহ অন্যান্যরা।-নিজস্ব চিত্র

28th     November,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ