বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

শুরুর দিনেই মেট্রোর স্মার্ট
কার্ডকে টেক্কা দিল টোকেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দিনেই ‘হিট’ টোকেন। একদিনে কাউন্টার থেকে ইস্যু হওয়ার নিরিখে স্মার্ট কার্ডকে কার্যত হেলায় টেক্কা দিল টোকেন। দীর্ঘ প্রায় ২০ মাস পর বৃহস্পতিবার থেকে মেট্রোতে টোকেন ইস্যু শুরু হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো পথে এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২ লাখ ৫৪ হাজার ৪১ যাত্রী হয়েছে। যার মধ্যে এদিন ইস্যু হওয়া নতুন স্মার্ট কার্ডের সংখ্যা ১ হাজার ৭৫৮টি। সেখানে শুরুর দিনেই ২৫ হাজার ৮৭২টি টোকেন ইস্যু হয়েছে নর্থ-সাউথ করিডরে। যারমধ্যে সন্ধ্যা ছ’টা পর্যন্ত দমদম স্টেশন থেকে সবথেকে বেশি টোকেন ইস্যু করা হয়েছে। ৩ হাজার ৭৮১টি টোকেন ওই মেট্রো স্টেশন থেকে এদিন বের হয়েছে। 
মেট্রো কর্তাদের বক্তব্য, শুরুর দিনের নিরিখে টোকেনের সংখ্যা বেশি দেখালেও সার্বিকভাবে স্মার্ট কার্ড ব্যবহারকারীদের পাল্লাই ভারী। এদিন সন্ধ্যা ছ’টা পর্যন্ত যত যাত্রী মেট্রো পরিষেবা নিয়েছেন, তার মাত্র ১০ শতাংশ টোকেন কেটে এদিন সফর করেছেন। করোনা পর্বে এক ধাক্কায় স্মার্ট কার্ড ব্যবহারের প্রবণতা 
বাড়তে শুরু করে। ছোঁয়াচ এড়ানোর পাশাপাশি স্মার্ট কার্ডে বাড়তি ১০ শতাংশ বোনাসের সুযোগ নিচ্ছেন যাত্রীরা। আরও বেশি সংখ্যক যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে বলেও জানাচ্ছেন মেট্রো আধিকারিকরা। উল্লেখ্য, প্রাক করোনা পর্বে সপ্তাহের কাজের দিনে দৈনিক সাড়ে ছয় থেকে সাত লাখ যাত্রী মেট্রো পরিষেবা নিতেন। যার মধ্যে ৫০ শতাংশ যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করতেন। বাকি অর্ধেক যাত্রী টোকেন কেটে সফর করতেন। আগামী দিনে সেই চরিত্র কতটা বদল হয়, তার 
দিকে নজর রাখছেন রেল কর্তারা। গোটা দেশের মধ্যে ৫ টাকায় এসি মেট্রোতে ২ কিলোমিটার যাত্রার সুযোগ একমাত্র কলকাতা মেট্রোতেই রয়েছে। 
নর্থ-সাউথ মেট্রো পথে বর্তমানে সমস্ত রেকই এসি হয়ে গিয়েছে। করোনা পর্বেই এই ভোল বদল হয়েছে কলকাতা মেট্রোতে।

26th     November,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ