বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আমতার কাশমলি এলাকায়
ধস, নেমে গেল ২ দোকান

সংবাদদাতা, উলুবেড়িয়া: হঠাৎ দেখলে মনে হবে কেউ বুঝি নিপুণ হাতে রাস্তা সমেত মাটি কেটে দোকানগুলিকে নীচে নামিয়ে দিয়েছে। আসলে এসবই নদীপাড়ে ধসের ফল। মঙ্গলবার রাতে আমতা বিধানসভার কাশমলি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড় এলাকায় মজা দামোদর নদীর পাশের রাস্তায় প্রায় ৫০ ফুট এলাকা জুড়ে আচমকাই ধস নামে। পাশাপাশি ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কামারখোলা এলাকায় ফাটল দেখা দেয়। এই ধস এবং ফাটলের কারণে দু’টি এলাকার বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। ধসে রাস্তার পাশে থাকা দু’টি দোকান ঘর নীচে নেমে যাওয়ায় ওই এলাকায় রাস্তার উল্টো দিকে থাকা বড় বড় বাড়ির বাসিন্দারও  দুশ্চিন্তায় পড়েছেন। এই ধসের কারণে প্রশাসনের পক্ষ থেকে জয়পুর থেকে কাশমলি ও ভাটোরা চিৎনান যাওয়ার রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। 
জয়পুর থেকে কাশমলি যাওয়ার রাস্তায় মজা দামোদর নদীর উপরে আছে একটি ক্রংক্রিটের সেতু। সেতুর একদিকে ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কামারখোলা গ্রাম, এবং অন্যদিকে কাশমলি গ্রাম পঞ্চায়েতের পুকুরপাড় এলাকা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে আচমকা পুকুরপাড় এলাকায় রাস্তার পাশে ৫০ ফুট জায়গা জুড়ে ধস নামে। ধসের কারণেই কামারখোলার দিকে সেতুর দুইপাশে ফাটল দেখা দেয়। আর এতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের অনুমান, কিছুদিন আগেও বন্যার সময় মজা দামোদরে জল কানায় কানায় পূর্ণ ছিল। সেই জল এখন নেমে যাওয়ার কারণেই এই ধস নেমেছে। ধসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান আমতার বিধায়ক সুকান্ত পাল, সেচদপ্তর ও জেলা পরিষদের আধিকারিকরা। বিধায়ক বলেন, সেচ ও জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে ভাঙনের এলাকা পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে ভাঙন মেরামত করা হবে।

28th     October,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ