বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মাস্ক না পরলে বাজারে মিলবে
না সামগ্রী, কড়া হুগলি প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: করোনার গ্রাফ ফের ঊর্দ্ধমুখী। টানা তিনদিন রাজ্যে কোভিড সংক্রমণের সংখ্যা ন’শোর আশেপাশে। এই মুহূর্তে সকলকে কোভিডবিধি মানাতে উদ্যোগী হয়েছে পুলিস। মাস্ক পরা নিয়ে মানুষের উদাসীনতা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে হুগলি জেলা প্রশাসনও। ঠিক হয়েছে, মাস্ক না পরলে বাজারে কোনও দোকান থেকে জিনিসপত্র কেনা যাবে না। এই নিয়ে প্রতিটি বাজারে কড়া নজরদারির ব্যবস্থা করতে চলেছে পুলিস-প্রশাসন। এমনকী, কোনও ব্যবসায়ী মাস্কবিহীন ব্যক্তিকে সামগ্রী বিক্রি করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর।
সোমবার চুঁচুড়া-মগরা ব্লকের বেশ কিছু ব্যবসায়ী সমিতিকে নিয়ে জরুরি বৈঠক করেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি। চুঁচুড়ায় সদর মহকুমা শাসকের সভাকক্ষে এই সভা হয়। এবিষয়ে সদর মহকুমা শাসক কিছু বলতে চাননি। তবে ঘড়ির মোড় হকার্স জনকল্যাণ সমিতির সহ-সম্পাদক অমল দাস বলেন, বৈঠকে চুঁচুড়া থানার ঘড়ির মোড়, চকবাজার, ব্যান্ডেল, মগরা থানার ত্রিবেনী, বাঁশবেড়িয়া প্রভৃতি এলাকার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকল ব্যবসায়ীকেই মাস্কবিহীন ক্রেতাদের পণ্য বিক্রি করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, ব্যবসায়ী সমিতিগুলিকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইক প্রচারের আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭ অক্টোবরের পর থেকে সংক্রমণ বাড়ছে। বারবার সচেতনতা নিয়ে প্রচার করলেও উদাসীনতা রয়েছেই। এর মধ্যেও একাধিক পুজো কমিটি বিজয়া সম্মেলনীর আয়োজন করে। যদিও জেলা পুলিসের তরফে তা যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, সোমবার দিনভর জেলা জুড়ে মাস্কবিহীনদের ধরপাকড় করা হয় বলে জানিয়েছেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি।
মাস্ক নেই। চুঁচুড়ায় চলছে ধরপাকড়। -ফাইল চিত্র

26th     October,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ