বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

‘ঘুমের মধ্যেই বন্ধুরা সবাই মারা গেল’

কাশীরাম, মুক্তেশ্বরে কর্মরত শ্রমিক

ঈশ্বরের অশেষ কৃপা! কপালজোরে বেঁচে গিয়েছি। এই মুহূর্তে আর কিচ্ছু ভাবতে পারছি না। চোখ বুজলেই ভেসে উঠছে একের পর এক বন্ধুর মুখ। চম্পারণ (বিহার) থেকে একসঙ্গেই এসেছিলাম এই মুক্তেশ্বরে। নির্মাণ শ্রমিক হিসেবে। দীপাবলিতে বাড়ি ফেরারও কথা ছিল। কিন্তু ওঁদের ভাগ্যটা আমার মতো ভালো ছিল না। একসঙ্গেই ঘুমিয়েছি সোমবার রাতে। সেটাই যে ওদের শেষ ঘুম হবে বুঝতে পারিনি। ঘুমের মধ্যে দেওয়াল চাপা পড়ে... এক লহমায় সব শেষ! কেউ বাঁচেনি। বিগত কয়েকমাস ধরে নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলাম। সাইটের পাশেই ছিল আমাদের ছোট্ট মাথা গোঁজার জায়গা। হাড়ভাঙা খাটুনির পর রোজ রাতে সেখানে ফিরে ঘুমিয়ে পড়তাম। 
সোমবার রাতেও তার অন্যথা হয়নি। কিন্তু, মঙ্গলবার ভোরের প্রবল বৃষ্টি সব লণ্ডভণ্ড করে দিল। ওই নির্মীয়মাণ বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আমাদের উপর। তারপর আর বিশেষ কিছু মনে নেই... ইট, সুড়কি, কাদা, কংক্রিটের তলায় কতক্ষণ পড়েছিলাম কে জানে! বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাই আমাকে সেই ধ্বংসস্তুপের মধ্যে থেকে বের করে আনে। তবে পাঁচ বন্ধুর কেউই নড়ছিল না। পরে জানলাম সবাই মারা গিয়েছে। 

21st     October,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ