বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, জখম ১

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের নিষেধাজ্ঞা উড়িয়ে মা ফ্লাইওভারে বাইক নিয়ে এস এস কে এমের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়লেন এক সেনাকর্মী। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত পৌনে একটা নাগাদ মা ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি। প্রতীক সিং নামে ওই সেনাকর্মী এতে জখম হয়েছেন। জখম ওই সেনাকর্মীকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  দুর্ঘটনাস্থলটি প্রগতি ময়দান থানার আওতায় পড়ে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, তীব্র গতিতে যাওয়ার সময় বাইকের সামনে আচমকা কিছু চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ যাই হোক না কেন, এর পর রাতের মা ফ্লাইওভারে পুলিসি নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, রাত ১০টার পর মা উড়ালপুলে বাইক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।  তারপরও ওই সেনাকর্মী কীভাবে বাইক চালিয়ে উড়ালপুলে উঠে গেলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। 

19th     October,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ