বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

লক্ষ্মীপুজোর আগে মধ্যবিত্তের
নাগালেই ফুলের দর

সংবাদদাতা, বনগাঁ: পুজোর মুখে ছিল নিম্নচাপ। তার জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হয়। ফুল চাষে কিছু ক্ষতিও হয়েছে। কিন্তু জোগানে বিশেষ প্রভাব পড়েনি। ফলে পুজোর সময়, রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য, ঠাকুরনগর ফুলবাজারে চাহিদা, জোগান ও দাম স্বাভাবিক ছিল। অনেকেরই আশঙ্কা ছিল পুজোর মরশুমে ফুলের জোগানে টান পড়বে। কিন্তু লক্ষ্মীপুজোর আগের দিনও ঠাকুরনগরে ফুলের জোগান স্বাভাবিক। দামও মধ্যবিত্তের নাগালে। অগ্নিমূল্যের বাজারে ফুলের দামটা নাগালের মধ্যে থাকায় সাধারণ মানুষ খুশি। ফুলবাজারে ভিড়ও ছিল বেশি। বৃষ্টিতে বেচাকেনার একটু অসুবিধা অবশ্য হয়েছে। কিন্তু লক্ষ্মীপুজো পরপর দু’দিন পড়ায় ব্যবসায় খামতি থাকবে না। মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নিত্যপুজোর জন্য প্রতিদিন অপরাজিতা, গাঁদা, দোপাটি, বেলফুল, তুলসীপাতার চাহিদা থাকে। পুজোর মরশুমে সেই চাহিদা অনেকটাই বেড়ে যায়। দূরদূরান্তের ফুলচাষিরা এখানে ফুল বেচতে আসেন। আসেন ব্যবসায়ীরাও। সোমবার বাজারে রজনীগন্ধা ফুলের দাম একটু বেশি থাকলেও অন্যান্য ফুলের দাম স্বাভাবিক ছিল। এদিন রজনীগন্ধা ফুল কেজি প্রতি ২০০-২২০ টাকায় বিক্রি হয়েছে। ১০০টি জবাফুলের দাম ছিল ৫৫-৬০ টাকা। গাঁদাফুল ৪০-৫০ টাকা, আকন্দফুল ৫০-৬০ টাকা। ১০০টি আমপল্লব ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। তুলসী বা দূর্বার দামও ছিল নাগালের মধ্যে। ফুল ব্যবসায়ী জয় মণ্ডল বলেন, দাম নাগালের মধ্যে থাকায় ভিড় একটু বেশি ছিল। বিক্রি ভালো হওয়ায় খুশি চাষিরা। মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির জন্য ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই হাওড়ার বাজারে এদিন ফুলের দাম বেশি ছিল। দাম সেই তুলনায় ঠাকুরনগরে কমই ছিল।আগে সপ্তাহে সাতদিন ফুলবাজার বসত ঠাকুরনগরে। করোনা আবহে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ী ও চাষিদের। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা এবং নদীয়া থেকে চাষিরা ফুল নিয়ে ঠাকুরনগরে আসেন। দূরদূরান্তের ব্যবসায়ীরাও এখানে ফুল কিনতে আসেন। ঠাকুরনগর ফুলবাজারে জোগান স্বাভাবিক থাকার অন্যতম কারণ দুটি ধাপে ফুলচাষ। এক চাষি বলেন, প্রথমে দু’বিঘা জমিতে গাঁদা চাষ করেছিলাম। দু’মাস পর আরও তিন বিঘা ফুলচাষ করি। প্রথম চাষের ফুল বৃষ্টিতে নষ্ট হলেও অসুবিধা হয়নি। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, পুজো-পরবর্তী নিম্নচাপে যদি বৃষ্টি বাড়ে সেক্ষেত্রে কালীপুজোয় ফুলের দাম বাড়তে পারে।  

19th     October,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ