বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

অনুমোদন নেই ৫টি বিষয়ের,
তবুও ভর্তি বাড়ল দূর-শিক্ষায়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পাঁচটি বিষয় পড়ানোর অনুমোদন না থাকলেও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূর-শিক্ষা বিভাগে বাড়ল ভর্তির হার। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গতবারের তুলনায় এবার অন্তত ১ হাজার ৭০০-রও বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন। ওই বিষয়গুলি পড়ানোর ছাড়পত্র পেলে ভর্তির হার আরও বাড়বে বলেই মনে করছে অধ্যাপকদের একাংশ। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের দূর-শিক্ষা বিভাগে ইংরেজি, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন নিয়ে পড়ুয়া ভর্তি স্থগিত করে দেয় কেন্দ্র। অনুমোদন ছিল একমাত্র বাংলা, সংস্কৃত, পরিবেশবিদ্যা, রবীন্দ্র সঙ্গীত, কণ্ঠসঙ্গীত এবং সোশ্যাল ওয়ার্ক বিষয় পড়ানোর। এই পরিস্থিতিতে গত বছর ভর্তির হার অনেকটাই কমে যায়। জানা গিয়েছে, ওই বছর আড়াই হাজারের মতো পড়ুয়া বিভিন্ন বিষয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু এবার বহু ছাত্রছাত্রী দূর-শিক্ষার মাধ্যমে স্নাতকোত্তর কোর্স করতে চাইছেন। এই ছ’টি বিষয়ে এবার চার হাজারের বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন। তারমধ্যে সিংহভাগই ভর্তি হয়েছেন বাংলা বিভাগে (২,৪৫৫)। সংস্কৃত এবং পরিবেশ বিজ্ঞানে যথাক্রমে ৮২৪ এবং ৫১২ জন ভর্তি হয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত তিন বছরে এবারই সর্বাধিক সংখ্যায় ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন।
আগামী বছর যাতে বাকি বিষয়েও ছাত্রছাত্রীদের ভর্তি করা যায়, তার জন্য ফের আবেদন জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই বিষয়গুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে তারা। দূর-শিক্ষা বিভাগের আধিকারিকরা মনে করছেন, ইংরেজি, ইতিহাসের মতো বিষয়ে সব থেকে বেশি চাহিদা থাকে। কিন্তু তা এখন না থাকায়, অনেকেই সমস্যায় পড়েছেন। অনুমোদন মিললেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন অধ্যাপকরা।

18th     October,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ