বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ইডির মামলায় জামিন মির্জাকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারদ কাণ্ডে ইডির দায়ের করা অর্থ পাচারেরমামলায় প্রাক্তন আইপিএস কর্তা এসএমএইচ মির্জাকে অন্তর্বর্তী শর্তাধীন জামিন দিল আদালত। সোমবার কলকাতার নগর দায়রার বিশেষ আদালত তাঁর জামিনের আর্জি মঞ্জুর করে। তবে জামিনের শর্ত—আদালতের নির্দেশ ছাড়া তিনি ভারতের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি মামলার তদন্তকারী অফিসারকে সবরকম সহযোগিতা করতে হবে। এদিন আদালতে প্রাক্তন ওই আইপিএস কর্তা হাজির হয়ে জামিনের আর্জি জানালে ইডির সরকারি কৌঁসুলি অভিজিৎ ভদ্র তার তীব্র আপত্তি জানান। তিনি বলেন, মির্জার বিরুদ্ধে যে অভিযোগ তা অত্যন্ত গুরুতর। তাই তাঁর জামিনের আর্জি নাকচ করা হোক। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ওই প্রাক্তন পুলিস কর্তাকে  শর্তধীন জামিন দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, এর আগে নারদ কাণ্ডে সিবিআই মির্জাকে গ্রেপ্তার করেছিল। ষড়যন্ত্র ও দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। সেই মামলায় ৫৬ দিনের মাথায় তিনি আদালত থেকে জামিন পেয়ে ছিলেন।

28th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ