বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ফের পুকুর ভরাট, বন্ধ করতে
উদ্যোগী হলেন চুঁচুড়ার বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুকর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করতে উদ্যোগী হলেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। শহরের ২৭ নম্বর ওয়ার্ডে বারাকবাড়ির পিছনে পুকুর বোজানোর কাজ ফের শুরু হয়েছে বলে স্থানীয় কিছু বাসিন্দা বিধায়ককে খবর দেন সোমবার সকালে। খবর পেয়ে সেখানে যান বিধায়ক। চুঁচুড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ও তাঁর সঙ্গে ছিলেন। বড় রাস্তা থেকে অনেকটা ভিতরে ব্যক্তিগত মালিকানার পুকর বোজানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে প্রোমোটারচক্র জড়িত বলেও অভিযোগ। এক জায়গায় পরপর তিনটি পুকুর আছে। একটি পুকুর প্রায় পুরোটাই বুজিয়ে ফেলা হয়েছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। বাকি দু’টিও বোজানোর কাজ চলছে। এখন পুকুর বুজিয়ে যাতায়াতের রাস্তা বের করার কজি হচ্ছিল। ঘটনাস্থল থেকে বিধায়ক প্রথমে ফোন করে বিষয়টি ব্লক ভূমি আধিকারিককে জানানোর চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। এরপর তিনি ফোন করেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি) বন্দনা পোখরিওয়ালকে। অতিরিক্ত জেলাশাসক এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 
অসিতবাবু জানিয়েছেন, চুঁচুড়া শহরে পুকর ভরাট বন্ধ করতে তিনি আগেও উদ্যোগ নিয়েছিলেন। কয়েকদিন আগে কয়েকজন এলাকাবাসীর কাছ থেকে তিনি এখানকার পুকুর ভরাটের খবর জানতে পারেন। তখন ভরাট বন্ধও করে দেওয়া হয়। এদিন সকালে স্থানীয় সূত্রে তাঁর কাছে খবর আসে, ভরাট ফের শুরু হয়েছে। তখন তিনি ঘটনাস্থলে চলে আসেন। বিধায়ক জানিয়েছেন, স্থানীয় মানুষজন তাঁকে জানিয়েছেন, এলাকার মানুষকে ভয় দেখিয়ে এই কাজ করা হচ্ছে। পুকুর ভরাটে জড়িতরা জোরগলায় বলছে, তারা সবাইকে কিনে রেখেছে। কেউ কিছু করতে পারবে না। কিন্তু সমাজে কিছু মানুষ থাকে, যাদের কেনা যায় না। এরকম মানুষ আছে বলেই তিনি পুকুর ভরাটের খবর পেয়েছেন। গুন্ডামি করে পুকুর বোজানো বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এরকম বেআইনি কাজ করে পার পাওয়া যাবে না, এটা পুকর বোজানোচক্রের লোকজনকে মনে রাখতে হবে। 

28th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ