বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ট্রেন কোথায় রয়েছে?
প্ল্যাটফর্মের নয়া এলইডি
বোর্ডে দেখবেন যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীদের আরও সহজে লোকাল ট্রেনের নিখুঁত অবস্থান জানান দিতে এবার স্টেশনে স্টেশনে এলইডি ডিসপ্লে বোর্ড বসাচ্ছে রেল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনে পরীক্ষামূলকভাবে এই স্বয়ংক্রিয় টিভি বসানোর কাজ শুরু হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করছে ভারতীয় রেল। উল্লেখ্য, ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনের সমস্ত ইএমইউ এবং মেমু রেকে জিপিএস ট্র্যাকার বসানোর কাজ হয়ে গিয়েছে। ফলে সংশ্লিষ্ট রেকগুলির প্রতি সেকেন্ডের অবস্থান রেলের কন্ট্রোল রুমের হাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। প্রযুক্তির এই সুফলকে এবার সরাসরি যাত্রী পরিষেবায় যুক্ত করতে চলেছে শিয়ালদহ ডিভিশন। আগামী দিনে সব স্টেশনের টিকিট কাউন্টারের উপরে এবং আরও কিছু জায়গায় এই টিভি বসানো হবে। শিয়ালদহ সাবার্বান ট্র্যাকিং সিস্টেমের (এসএসটিএস) মাধ্যমে লোকাল ট্রেনের সঠিক অবস্থান ফুটে উঠবে এলইডি টিভির পর্দায়।
উল্লেখ্য, দেশের মধ্যে অন্যতম ব্যস্ত স্টেশন হল শিয়ালদহ। প্রাক-করোনা পর্বে দিনে প্রায় ২২ লক্ষ যাত্রী শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করতেন। সাধারণত, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের (মাইকে ঘোষণা) মাধ্যমে যাত্রীরা মূলত বিভিন্ন স্টেশনে ট্রেনের গতিবিধি সম্পর্কে জানতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রেই এই ঘোষণা নিয়ে অভিযোগ জানান যাত্রীরা। এই নয়া ব্যবস্থায় ঘোষণার পাশাপাশি যাত্রীরা টিভিতে ট্রেনের সঠিক অবস্থানও নিজের চোখে দেখে নিতে পারবেন। যা তাঁদের বাড়তি দেবে বলেই মনে করছেন রেল কর্তারা। জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের যাদবপুর, টালিগঞ্জ, লেক গার্ডেন্স স্টেশনে এমন বোর্ড বসানো হয়ে গিয়েছে। ধাপে ধাপে ডিভিশনের প্রায় সব স্টেশনেই ট্রেনের গতিবিধির নিখুঁত ছবি যাত্রীদের কাছে তুলে ধরবে এই টিভি। এ প্রসঙ্গে রেলের এক কর্তা বলেন, শিয়ালদহ ডিভিশনের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আইটি সেল এই ব্যবস্থাটি পরিকল্পনা ও রূপায়ণ করেছে। পাশাপাশি আগামী দিনে এই ব্যবস্থা জনপ্রিয় হলে ওই টিভিতে রেলের নানা গুরুত্বপূর্ণ বার্তাও দেখানো ও শোনানো হবে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলি নিজেদের পণ্যের বিপণনেও এই টিভিকে ব্যবহার করতে পারবে। পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ যাত্রীর কাছে সংশ্লিষ্ট পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দিতে পারলে এর থেকে রেলের আয়ও বাড়বে বলে দাবি করেছেন ওই কর্তা। তিনি বলেন, প্রযুক্তিকে হাতিয়ার করে ভবিষ্যতে এ ধরনের আরও বেশ কিছু নতুন পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। 

27th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ