বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মশা দমন: ১১ জেলা ও আট পুরসভাকে সতর্ক করল স্বাস্থ্যভবন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মশার বাড়বাড়ন্ত হচ্ছে। কিন্তু সেভাবে মশা দমন করার কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় নোংরা জল, আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। ড্রেন আটকে রয়েছে। প্লাস্টিকের শিট, গাছের গুঁড়ির ভিতর জল জমে থাকছে। বাড়ি বাড়ি বাটি-টব-বিভিন্ন পাত্রে ডেঙ্গু ও ম্যালেরিয়া সংক্রমণ ছড়ানো ইডিস ইজিপ্টাই, অ্যানোফিলিস মশার সংখ্যা বাড়ছে। বিভিন্ন জায়গায় মশার বংশবৃদ্ধি কমাতে পুর উদ্যোগ মোটেই যথোপযুক্ত নয়। গা ছাড়া ভাব রয়েছে বহু জায়গায়। নানা জায়গায় চোখে পড়ছে গাফিলতি। এরই পাশাপাশি বেশ কিছু জায়গায় একসঙ্গে বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এইসব কারণে রাজ্যের ১১টি জেলার বিভিন্ন ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এবং আটটি পুরসভার বেশ কিছু ওয়ার্ডকে সতর্ক করল রাজ্য স্বাস্থ্যদপ্তর।
জেলাগুলি হল যথাক্রমে– বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, মালদহ ও পুরুলিয়া। পুরসভাগুলি হল– বাঁকুড়া (৭ ও ১৯ নম্বর ওয়ার্ড), সাঁইথিয়া (১ নং ওয়ার্ড), আদর্শনগর (শিলিগুড়ি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড), রিষড়া (২ নং ওয়ার্ড), হাওড়া (৩১ নং ওয়ার্ড), বরানগর (৩ নং ওয়ার্ড), আসানসোল (ডোমপাড়া-৪৫ নং ওয়ার্ড), বজবজ (৯ ও ১১ নং ওয়ার্ড)। এর মধ্যে হুগলির রিষড়া পুরসভার ২ নং ওয়ার্ড, আলিপুরদুয়ারের কুমারগঞ্জ ব্লক এবং পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ শিয়ালসোল এলাকায় লাল সতর্কতা জারি করেছে স্বাস্থ্যভবন। পতঙ্গ বিশারদ বা এনটেমোলজিস্টদের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে এইসব তথ্য উঠে এসেছে। রিপোর্টে জানা গিয়েছে, লাল সতর্কতা জারি করা জায়গাগুলির বিভিন্ন বাড়িতে মশার লার্ভা পাওয়া গিয়েছে। পতঙ্গবিদ্যায় এই হিসেবকে বলা হয় ‘হাউস ইনডেক্স’। প্রতি ১০০টি বাড়ির মধ্যে ক’টি বাড়ির পাত্রে বা টবে লার্ভা পাওয়া যায়, সেই হিসেবকে বলা হয় ‘ব্রেটিউ ইনডেক্স’ বা বিআই। এইসব জায়গার বিআইও বেশি। শুধু তাই নয়, মধ্যমগ্রাম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। রিষড়ায় গত চার সপ্তাহে ন’টি ডেঙ্গুর কেস পাওয়া বলে জানানো হয়েছে রিপোর্টে। শ্রীরামপুর পুরসভার ১১, ১৮, ২১ ও ২৬ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি টব, বাটি, পাত্র পরীক্ষা করার কাজই ঠিক মতো হচ্ছে না। ওইসব জায়গায় পুরো কাজই হচ্ছে ঢিলেঢালা মানসিকতা নিয়ে।

26th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ