বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত 
দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠেকাতে সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন ঘূর্ণিঝড় এবং অতি বৃষ্টিপাত সংক্রান্ত দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বিশেষ করে জলমগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারও মৃত্যু যাতে না ঘটে সে ব্যাপারে বাড়তি সতর্ক তারা। বিদ্যুৎ বিভাগের কর্তা ও আধিকারিকদের এই নিয়ে সব রকম ব্যবস্থা রাখতে নির্দেশ দিয়েছেন জেলাশাসক পি উলগানাথন। শনিবার জেলার সমস্ত আধিকারিকদের  নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই প্রস্তুতি সম্পর্কে কী কী করণীয় তা বলে দেন। উত্তর ২৪ পরগনায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেই রকম বিপত্তি এখানে যাতে না ঘটে তার জন্য আগেই বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। আসন্ন দুর্যোগে কোথাও জল জমলে সেখানে যাতে বিদ্যুতের খুঁটি থেকে তার অরক্ষিত অবস্থায় না পড়ে থাকে তার দিকে নজর দিতে বলা হয়েছে। 
এছাড়াও বিভিন্ন এলাকায় লিফলেট বিলি করে মানুষকে সজাগ থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগে বাড়ি থেকে না বেরনোর আগে জানানোর পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে হবে সে ব্যাপারেও প্রচার করা হবে। বিভিন্ন দুর্বল নদীবাঁধ এলাকার আশপাশের বাসিন্দাদের দ্রুত ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়ার জন্য ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। ইতিমধ্যে নামখানা সাগর এবং গোসাবা থেকে কয়েক হাজার বাসিন্দাকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। স্থানীয় স্তরে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ অন্যান্য সরকারি ভবনকেও কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বহু জায়গায় জল না নামার কারণে একাধিক স্কুল বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে। বাসিন্দাদের সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা হয়েছে বিভিন্ন মহকুমায়। দুর্যোগ কাটতেই যাতে বিভিন্ন বিভাগের আধিকারিকরা কাজে নেমে পড়তে পারেন তার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশও দিয়েছেন জেলাশাসক। আগে থেকেই দুর্যোগ প্রবণ এলাকাগুলিতে পানীয় জল, শুকনো খাবার, ত্রিপল ইত্যাদি মজুত রাখতে হবে ব্লকগুলিকে। সাগর, নামখানা ইত্যাদি জায়গায় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের আগে থেকেই নিযুক্ত করে রাখা হবে। সর্বোপরি সেচদপ্তরের ইঞ্জিনিয়ারদের দুর্বল বাঁধ এলাকা পরিদর্শন করে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

26th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ