বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

মিনাখাঁয় ৪০০ পরিবার জলবন্দি,
পাশে থাকার আশ্বাস পঞ্চায়েতের

সংবাদদাতা, বসিরহাট: মিনাখাঁ বিধানসভার সালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামে অতি বর্ষণের ফলে গত সাতদিন ধরে জলবন্দি প্রায় ৪০০ পরিবার। সাতদিন আগে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল তালবেড়িয়া। এখনও তালবেড়িয়া গ্রামে ঘর থেকে বেরলেই এক হাঁটু, কোথাও বা কোমরসমান জল। বাজারহাট করা, নাওয়া-খাওয়া শিকেয় উঠেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নিকাশি ব্যবস্থার হাল খুব খারাপ এলাকায়। কারণ যে বিদ্যাধরী শাখা খাল দিয়ে জল নিকাশি হয়, সেই খালের উপর একটি ব্রিজ তৈরি হচ্ছে। সেই কাজেও বৃষ্টির জন্য ঢিলেমি করা হচ্ছে। ফলে জল ভালোভাবে যাচ্ছে না ওই খাল দিয়ে, এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকছে। পঞ্চায়েত এবং বিডিওকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। এলাকার পঞ্চায়েত সদস্য ইউনুস মোল্লা জানিয়েছেন, আমি পঞ্চায়েতে এবং বিডিওকে জানিয়েছি। তাঁরা আমাকে আশ্বস্ত করেছেন সহযোগিতা করার ব্যাপারে। মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল জানান, খালের উপরে ব্রিজ করার জন্য যে শালবল্লার পাইলিং করা হয়েছে, আমরা কন্ট্রাক্টরকে বলেছি, সেগুলি ওখান থেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার জন্য।

26th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ