বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পানিহাটি হাসপাতালে ওয়ার্ডে জল
নিকাশি নিয়ে বিক্ষোভ বারাসতে

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টানা বৃষ্টিতে বারাকপুর মহকুমার একাধিক পুরসভা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মঙ্গলবার জল থইথই করছে পানিহাটি হাসপাতালের ওয়ার্ডের ভিতরেও জল থইথই করছে। রোগীরা মেঝেয় নামতে পারছেন না। বাথরুম যেতে হলে জল মাড়িয়ে যেতে হচ্ছে। তবে, তারই মধ্যে কষ্ট করে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্থাস্থ্যকর্মীরা। কামারহাটির বিভিন্ন ওয়ার্ড মঙ্গলবারও জলমগ্ন। এদিন সকালে এলাকার বিধায়ক মদন মিত্র ১১ নম্বর ওয়ার্ড ঘুরে দেখেন। রাস্তায় জমে থাকা কাদা-জলের উপর হেঁটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, খুবই খারাপ পরিস্থিতি। আরও যদি বৃষ্টি হয়, তাহলে বন্যা পরিস্থিতি হবে। তবে, আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সেই ব্যবস্থা করছি। 
এদিকে, জমা জল যন্ত্রণার প্রতিবাদে এদিন সরব হন বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। হৃদয়পুরে রাস্তাও অবরোধ করেন।  প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে। সোমবার রাতেই বারাসতের ১১ নম্বর রেলগেট সংলগ্ন নিবেদিতাপল্লি এলাকার জলবন্দি প্রায় ৩০০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসত কলেজে। 

22nd     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ